পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 6 o' চহারা প্রতাপাদিত্য-বিজয়ে আসিয়াছিলেন । কারণ, আজিম পার সহিত প্রতাপের সংঘর্ষে প্রতাপ পরাজিত হওয়ায়, তিনি যে কিছুকাল স্থির ভাবে অবস্থিতি করিয়াছিলেন, তাহা সুস্পষ্টরূপে অবগত হওয়া যায়। আজিম খাঁর কিছু পরেই মানসিংহ বাঙ্গলার প্রথম সুবেদার নিযুক্ত হইয়া আসেন। সে সময়ে প্রতাপ যে কোনরূপ স্বাধীনতার ভাব প্রকাশ করেন নাই, তাহা আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি। মানসিংহ আগরায় ফিরিয়া গেলে, প্রতাপ স্বাধীনতা প্রকাশ করিতে আরম্ভ করেন। বাদসাহের নিকট সেই সংবাদ পৌছছিলেই মানসিংহ বাঙ্গলায় পুনঃ প্রেরিত হন । বলিয়া উক্ত হইয়া থাকে। তাহা হইলে তৎপূৰ্ব্বে বাইশ আমীরের আগমন সম্ভবপর নহে। বিশেষতঃ ক্ষিতীশবংশাবলীচবিত ও অন্নদামঙ্গলে সুস্পষ্টরূপেই উল্লেখ আছে যে, উক্ত বাইশজন আমীর মানসিংহের সহিতই প্রতাপ-দমনে আসিয়াছিলেন। বাইশ আমীর যে যশোরে যুদ্ধার্থে উপস্থিত হইয়াছিলেন, অস্থাপি তাহদের সমাধি হইতে তাহ অবগত হওয়া বায়। * মানসিংহ আগরা হইতে বিহারে, তাহার পর রাজধানী রাজমহলে উপস্থিত হইয়াছিলেন। এই রাজমহাল হইতে তিনি যশোর অভিমুখে যাত্র করেন। অবশ্য রাজমহাল হইতে যশোর আসিতে হইলে তঁাহাকে বর্তমান মুর্শিদাবাদ, নদীয় ও ২৪ পরগণা জেলা অতিক্রম করিয়া গমন করিতে হইয়াছিল। কারণ, ইহাই সবল পথ তদ্ভিন্ন এ সম্বন্ধে দুই একটি প্রমাণও আছে। মানসিংহের সহিত যে সমস্ত রাজপুত সৈন্ত প্রতাপাদিত্য-দমনে গমন করিয়াছিলেন, ঠাঙ্গদের কেহ কেহ মুর্শিদাবাদ প্রদেশে বাস করেন। অদ্যপি সেই রাজ ভবানন্দ মজুমদার। + ( ৯ • ) টিল্পনী দেখ। - - + ভারতচন্দ্র উহাকে বৰ্দ্ধমানে উপস্থিত হওয়ার যে উল্লেখ করিয়াছেন, তাহা প্রকৃচ ন। উং কেবল বিদ্যালয় প্রসঙ্গের অবতারণার স্থত।