পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १२ বিদ্বেষ প্রকাশ করিতেন না। প্রতাপ •বাহুবলে অদ্বিতীয় ছিলেন, এবং তজ্জন্ত নিজে স্বাধীনতা-লক্ষ্মীর উপাসক হইয় তাহারই পদে জীবন বিসজঁন দিয়াছিলেন। তিনি প্রকৃত বীরপুরুষের দ্যয়ই আপনার শক্তির পরিচয় প্রদান করেন। বাঙ্গালীজীবনে এরূপ বীরধৰ্ম্ম অল্পই দেখিতে পাওয়া যায়। স্বাধীনতার জন্ত যিনি আপনার জীবন বলি দিতে পারেন, তিনি যে কুলের আদরণীয় তাহা বোধ হয় কেহই অস্বীকার করিতে পারেম নাঃ প্রতাপের এই সমস্ত গুণের জন্ত তাহার চরিত্র যে প্রশংসনীয় ছিল তাহাতে সন্দেহ নাই। কিন্তু অপরদিকে আবার কতকগুলি হেয় কাৰ্য্য করিয়া প্রতাপ আপনার চরিত্রকে নিন্দনীয় করিয়া গিয়াছেন। নিষ্ঠুরতায় তাহার হৃদয় পরিপূর্ণ হওয়ায়, তিনি সেই সমস্ত কার্যোব অনুষ্ঠান করিয়াছিলেন। বসন্তরায়ের হত্যা তাহার নিষ্ঠুরতার প্রথম প্রমাণ। যে বসন্তরায় তাহাকে পুত্র অপেক্ষাও স্নেহ করিতেন, সামান্ত রাজ্যলোভে বা রাজনৈতিক উদ্দেশু সিদ্ধির জন্ত তাহাকে হত্যা কর যে ঘোরতর নিষ্ঠুরতার পরিচয় তাহ অস্বীকার করা যায় না। তাহাব পর আবার রামচন্দ্রের হত্যার চেষ্ট আরও ভয়াবহ । আরাকানরাজকে সন্তুষ্ট করার জন্ত বা বাকল রাজ্য অধিকারের জন্ত নিরপরাধ জামাতার প্রাণসংহারের চেষ্টা কোনরূপেই সমর্থন করা যায় না । কার্ভালোর হত্যাও নিষ্ঠুরতার আর একটি প্রমাণ। উহাতে তিনি বীরধৰ্ম্ম হইতে স্বলিত হইয়া কাপুরুষের ন্তায় আচরণও করিয়াছিলেন । কার্ভালোকে গোপনে হত্য করা যে বীরধৰ্ম্মবহির্ভূত তাহ বোধ হয় কেহ অস্বীকার করবেন না। সৰ্ব্বাপেক্ষ তাহার পৈশাচিক নিষ্ঠুরতার দৃষ্টান্ত সেই রমণীয় স্তনচ্ছেদন। উক্ত ঘটনার অস্তিত্ব থাকিলে, সে সময়ে প্রতাপের হৃদয় যে পিশাচের অধিকৃত হইয়াছিল ইহা স্বীকায় করিতেই श्रेष्व। कगडः अङcभत्र रुनग्न निई,बडांब फळीज़ इहेइ ॐ,