পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ግ¢ বর্তমান আকারে অবস্থিত হওয়াই সম্ভব। এক্ষণে তাহাও ভগ্ন অবস্থায় অবস্থিত। কোনরূপে তাহা যশোরেশ্বরীকে আচ্ছাদন করিয়া রাখিয়াছে। বারদুয়ারী নামে একটি বিশাল অট্টালিকার ভগ্নাবশেষ অদ্যপি দৃষ্ট হয়। তাহার প্রাচীরের কতক অংশ অদ্যপি বিদ্যমান আছে। ৬ হাবলীখান নামে একটি অট্টালিকার ভগ্নাবশেষও দেখা বায়, তাহ প্রতাপাদিত্যের কারাগার বলিয়া কথিত হয়। কিন্তু কেহ কেহ তাহাকে হামামখানা বা স্নানাগার কহিয়া থাকেন। । টেঙ্গ মসজীদ নামে ১•• হস্ত উচ্চ পঞ্চগম্বুজযুক্ত একটি বিশাল মসজীদ অদ্যপি প্রতাপের উদারতার পরিচয় দিতেছে। ; মুসলমান ধৰ্ম্মাবলম্বিগণের জষ্ঠ উহ। নিৰ্ম্মিত হইয়াছিল। প্রতাপদিত্যগঠিত প্রাচীন দুর্গের চিহ্ন অদ্যাপি বিদ্যমান আছে। তাহার চত্বর বুরুজ ও বহিরঙ্গণসমূহের ভগ্নাবশেষ এখনও দেখিতে পাওয়া যায়। ৪ & “Baraduari—Some portion of the walls of what once was a large building with 12 entiance gates, (baraduari). It is said to have been elected by Raja Pratap Aditya, the last king of Sagar Ísland. (Ancient Monuments in Bengal). + “A habsikhan or jail erected by the same Raja does not appear to have been really a jail. It was more probably a hanamkhana or bathing place of some Nawab with a well in the building for the supply of water. It resembles another hamamkhana still standing at Jahajghata, some six miles from Iswaripur.” (Ancient Manuments.) † “Tengah Mosque-A building said to be a mosque erccted by the same Raja. The Mahammadans call it a mosque. The Hindus say that is a house where Raja Man Singh lived.” & Go: একটি মসজীদ তাহা উহার পাঁচটি গম্বুজ হইতে বুঝা যায়। $ প্রোচীন যশোর ও উপকণ্ঠ মানচিত্র দেখ–Smyth সাহেব এই সমস্ত ভগ্না** Hoo &#7 on—“A few of the edifices remain to this day. *Specially Tengah Masjid, 150 feet long, with five domes. The ১২