পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ ፃፃ কপোতাক্ষ নদীর পূর্ব তীরে বেতকাশী নামে একটি জঙ্গলময় স্থান অবস্থিত আছে। এক্ষণে তাহা একরূপ জনহীন নিবিড় অরণ্য। এই - স্থানে বসন্তরায়ের আদেশে আনীত উৎকলেশ্বর • নামে শিবলিঙ্গ স্থাপিত হইয়াছিলেন। তাহার মন্দিরাদির কোনই চিহ্ন এক্ষণে দেথিতে পাওয়া যায় না। কিন্তু কয়েক ংসর পূরে তথা হইতে প্রস্তর নিৰ্ম্মিত চৌকাট ও প্রস্তরফলক প্রভৃতি আবিষ্কৃত হইয়াছিল । প্রস্তরফলকে উৎকলেশ্বর শিব স্থাপনের শ্লোক খোদিত আছে। * অদ্যাপি তাহা দেখিতে পাওয়া যায় । বেতকাশীর উত্তর ও কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর মধ্যে গড় কমলপুর ও প্রতাপনগর নামে দুইটি স্থান আছে । ইহাতেও যশোর দুর্গের দ্যায় দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল। কমলপুর প্রতাপের সেনাপতি কমলখোজার আবাসস্থান বলিয়া কথিত হইয়া থাকে। দমদম ও গাদি গুমার নামক স্থান হইতে অবগত হওয়া যায় যে, তথায় গোলাগুলি আদি নিৰ্ম্মিত হইত। দুর্গেরও কোন কোন চিহ্ন বিদ্যমান আছে। কমলপুর কমলখোঁজার ও প্রতাপনগর প্রতাপাদিত্যের নাম হইতে উৎপন্ন হইয়াছে বলিয়া কথিত হয়। রাজধানীর পূর্বভাগস্থ এই দুর্গ পূৰ্ব্বদিক্ হইতে শক্রর আক্রমণ বাধা দিবার জন্য নিৰ্ম্মিত হইয়াছিল, এবং দুই নদীর মধ্য ভাগে অবস্থিত থাকায় তাহ অত্যন্ত দুর্ভেদ্যই ছিল। সহসা কেহ তাহা অতিক্রম করিতে পারিত না । ঈশ্বরীপুরের উত্তরে মেীতলা গ্রাম । এই মেীতলা রাজধানীর একাংশ বেতকাশী । গড় কমলপুর, প্রতাপ নগর । magnificient reservoir at one time, but at present it is overgrown with weeds, and thorns. (Ancient Monuments) su fost cyw i

  • উপ—১•৪ পৃঃ দেখ ।