পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br○ - আপনাদের জীবন বলি দিয়া অক্ষয় কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন, তথাপি তাহদের ভ্রমের জন্ত বাঙ্গালী জাতির ছৰ্গতি যে ঘনীভূত হইয়াছে, ইহা আমরা বিবেচনা করিয়া থাকি। সহসা মোগলের বিরুদ্ধে অভু্যথিত হওয়া যে উহাদের রাজনৈতিক ভ্রম ইহা অস্বীকার করিবার উপায় নাই। ভূইয়াগণের পর বাঙ্গলায় তৎকালে আরও কোন কোন জমীদার আপনাদের পরাক্রম প্রদর্শন করিয়াছিলেন । তন্মধ্যে পশ্চিমবঙ্গে বিষ্ণুপুরের রাজা বীবহাম্বীর ও পূর্ববঙ্গে ভুলুয়ার লক্ষ্মণমাণিকা ও ফতেয়াবাদ বা ভূষণার মুকুন্দরাম রায়ই প্রধান ছিলেন । বীরহাম্বীর প্রথমে পাঠানদিগের সহিত যোগদান করিয়াছিলেন। তিনি কতলুর্থীর সহিত মিলিত হইয় মোগলদিগের বিরুদ্ধে অভুথিত হন। ১৫৬০ খৃঃ অব্দে জাহানাবাদের নিকট মানসিংহের পুত্র জগৎসিংহ পাঠানগণের নৈশ আক্রমণে আত্মরক্ষায় অসমর্থ হইলে, হাম্বীর তাহার জীবন রক্ষা করিয়া বিষ্ণুপুরে লইয়া যান। ৬ হাম্বীর পূৰ্ব্ব হইতেই জগৎসিংহকে বিপদের কথা অবগত করাষ্টয়াছিলেন ; কিন্তু জগৎসিংহ তাহাতে মনোযোগ দেন নাই। তাহার পর কতলুব মৃত্যু হইলে পাঠানদ্বিগেৰ সহিত মানসিংহের সন্ধি স্থাপিত হইয়াছিল। তদবধি হাম্বীর বাদসাহের বঙ্গ্যতা স্বীকার করিয়াছিলেন। ১৫৯২ খৃঃ অব্দে পাঠানের পুনৰ্ব্বার বিদ্রোহী হইয়া তাহাকে যোগদান করিতে বলায়, তিনি অসম্মত হন। তজ্জন্ত তাহার। তাহার রাজ্যমধ্যে লুটপাট আরম্ভ করিয়াছিল । তাহার পর তাহারা মানসিংহ কর্তৃক পরাজিত হয় । হাম্বীর যেমন পরা বীরহাম্বীর ।

  • “Jaggat Singh was warned of his danger, but paid no heed. Al length he was attacked by the rebels, and was obliged to fly and abandon his camp; but he was saved by Hamir, the gemindar who had given him warning, and condućted to Bishanpur.” ("liot's History of India vol. vi. P. 86. Akbarnama).