পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b*● ঘোরতর বিশ্বাসঘাতকতার পরিচয় তাহাতে সন্দেহ নাই । তাহর পর মুকুন্দরাম রায় ফতেয়াবাদ জমীদারীর একাধিপত্য লাভ করিতে সমর্থ হন । কিছুকাল পরে মুকুন্দ রায় আপনাকে স্বাধীন বলিয়া ঘোষণা করিলে, মোগলের তাহার সম্মুখীন হয়। তিনি প্রথমতঃ তাহাদিগকে পরাজিত করিয়াছিলেন, পরে স্বয়ংই পরাজিত হন। মুকুন্দরায়ও বঙ্গজ কায়স্থ । তিনি বঙ্গজকায়স্থগণের ফতেয়াবাদ সমাজের সমাজ-পতি ছিলেন। ./ ষে সময়ে ভুইয়াগণ, অন্তান্ত জমীদারের ও পাঠানগণ আপনাদের প্রাধান্ত বিস্তার করিতেছিলেন, সে সময়ে পটুগীজেরাও অত্যস্ত ছদ্ধর্ষ Af হইয়া উঠে । কার্ভালে প্রভৃতির বিবরণে তাহা পটুগীজ জলদস্যগণ। K. كفسه حتلا উল্লিখিত হইয়াছে । কার্ভালো প্রভৃতির পতনের পর কিছুকাল পটুগীজগণের ক্ষমতা হ্রাস হইলেও তাহদের শক্তির বিলোপ সাধন হয় নাই । ক্রমে তাহারা আপনাদের ক্ষমতা বিস্তার করিতে আরম্ভ করে। এই সময়ে পটুগীজগণ প্রকৃত বীরের ধৰ্ম্ম পরিত্যাগ করিয়া দস্থ্যতা অবলম্বনে আপনাদের জীবিকানিৰ্ব্বাহে প্রবৃত্ত হয়। যাহার প্রথমে সোনার বাঙ্গলায় বাণিজ্যার্থ উপস্থিত হইয়া বাণিজ্য ব্যবসায়ে অগাধ সম্পত্তির অধীশ্বর হইবে মনে করিয়াছিল, ঘটনাচক্রে তাহারা তাহ পরিত্যাগ করিয়া সৈনিক-বৃত্তি অবলম্বন করিতে বাধ্য হয়। তাহাতেও তাহারা বঙ্গদেশে আপনাদের পরাক্রম প্রকাশ করিয়া গিয়াছে । কিন্তু ক্রমে তাহার হীন দস্থ্যতা অবলম্বন করিয়া ইউরোপের সভ্যজাতির নামে কলঙ্ক প্রদান করে। তাহদের এই জলদসু্যতায় সমস্ত বঙ্গভূমি উত্ত্যক্ত হইয়া উঠে। লোকজনের সর্বস্ব হরণের সঙ্গে সঙ্গে, তাহার নিরীহ জনগণের স্ত্রী পুত্র কন্যা অপহরণ করিয়া দাসরূপে বিক্রয় করিয়া ঘৃণিত উপায়ে জীবিকা নিৰ্ব্বাহ করিতে আরম্ভ করিয়াছিল। ইহাদের উপদ্রবে বাঙ্গলার অনেক স্থান জনশূন্ত হইয়া যায়। ইহাদের সহিত মগগণও যোগদান করিয়া