পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نهاد. হয়। ডায়েঙ্গ আরাকানরাজের অধীন ছিল । এই সময়ে মেংরাজগী আরাকানের রাজা ছিলেন, তিনি সেলিমস উপাধি গ্রহণ করিয়াছিলেন। ডায়েঙ্গায় অনেক পটুগীজ বাস করিত। ফিলিপ ডি ব্ৰিটো নিকোটি সাইরাম অধিকার করিয়া ডায়েঙ্গ বন্দর গ্রহণের ইচ্ছা করে । কারণ ডায়েঙ্গ তাহার অধিকারে আসিলে তাহার নানাপ্রকার সুযোগ ঘটিবার সম্ভাবনা ছিল। ব্রিটে অরকানরাজের নিকট হইতে ডায়েঙ্গ গ্রহণের প্রার্থনায় কয়েকখানি জাহাজ সজ্জিত করিয়া স্বীয় পুত্রকে র্তাহার নিকট প্রেরণ করে। কিন্তু কতকগুলি পটুগীজ রাজাকে এইরূপ বিশ্বাস করাইয়া দেয় যে, ব্রিটে ডায়েঙ্গ গ্রহণ করিয়া পরে রাজাকে তাহার অধিকার চু্যত করিবে। রাজা তাহাতে বিশ্বাস করিয়া ব্রিটোর পুত্রকে তাহার কৰ্ম্মচারিগণসহ দরবারে আহবান করিয়া পাঠান । তাহারা তথায় উপস্থিত হইলে বুজি তাহাদিগকে হত্য করার আদেশ দেন, এবং তাহাদের জাহাজেইশতাহ সংঘটিত হয়। তাহার পর ডায়েঙ্গর পটুগীজগণের প্রপ্তি' আরাকানাধিপের ক্রোধ সঞ্চারিত হয়। তিনি তাহাদিগের প্রায় ৬০০ জনকে মৃত্যুমুখে নিপাতিত করেন। কতকগুলি পৰ্ব্বতে অরণ্যে পলাইয়া যায়। নয় দশ খানি জাহাজ বন্দর পরিত্যাগ করিয়া মধ্য সমুদ্রে গমন করে, তাহদের মধ্যে গঞ্জালেসের জাহাজখানিও ছিল । ১৬০৭ খৃষ্টান্ধের প্রারম্ভে এই দুর্ঘটনা সংঘটিত হইয়াছিল। \ আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, ইমামুয়েল ডি মার্টুস কার্ভালোর সহিত সনদ্বীপ অধিকার করিয়াছিল। সনদ্বীপ আরাকানরাজ পুনরধিকার - করিলেও তাহ অবশেষে মার্টুসের অধিকারে আইসে। - মার্টুস ফতে খা নামক একজন মুসলমানের হস্তে মনদ্বীপের শাসনভার অর্পণ করে । * কারণ মাটুস পটুগীজগণের সেনাg ইয়ার্ট সাহেব ফতে থাকে Moghul commander of the ilando ফতে র্থ ।