পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> నచి নবাগত লোক প্রত্যপণ করিতে আদেশ দেয় । তাহারা সহস্ৰাধিক মোগলকে তাহার নিকট উপস্থিত করিলে, গঞ্জালেস তাহদের মস্তকছেদনের ব্যবস্থা করে। প্রায় সেই পরিমাণ লোক দুর্গমধ্যেও নিহত হইয়াছিল। এই প্রকারে গঞ্জালেস সনদ্বীপের একাধীশ্বর হইয় উঠে, সমস্ত দেশীয় লোক ও পটগীজগণ তাহার আদেশ প্রতিপালনে রত হয় । গঞ্জলেস আপনাকে স্বাধীন নরপতি বলিয়া ঘোষণা করে, এবং স্বীয় আদেশ অক্ষুণ্ণ রাখিবার জন্ত যত্নশীল হয় । - -এইরূপে সনদ্বীপের আধিপত্য লাভ করিয়া গঞ্জালেস প্রথমতঃ তথায় তাহার অধীনস্থ পট,গীজগণকে কিছু কিছু ভূমি প্রদান করে, পরে আবার তাহা তাহদের নিকট হইতে কাড়িয়া লয়। বাকলারাজ তাহাকে সাহায্য করায় সে অত্যন্ত ক্ষমতাশালী হইয় উঠে। কিন্তু তাহার সাহায্য ও তাহার সহিত প্রস্তাবিত সন্ধি প্রতিপালন করা দূরে থাকুক, সে তাহার বিপরীতাচরণে প্রবৃত্ত হয়। ক্রমে গঙ্গালেস তাহার সহিত যুদ্ধ প্রবৃত্ত হইতে ইচ্ছা করে। তাহার ক্ষমতাবৃদ্ধির সঙ্গে সঙ্গে সে অত্যন্ত দস্তিক ও অকৃতজ্ঞ श्हेब्र উঃ , এই সময়ে তাহার অধীনে ১০০০ পৰ্টুগীজ, ২• • • সশস্ত্র বাঙ্গালী, ২০০ অশ্বারোহী ও কামানসজ্জিত ৮০ খানি জাহাজ ছিল। সনদ্বীপের উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি হওয়ায় তথায় অনেক বণিক বাণিজ্যের জন্ত সমাগত ১ষ্টত, গঞ্জলেস তথায় একটি শুস্কাগার প্রতিষ্ঠিত করে। নিকটবৰ্ত্তী রাজগণ তাহার অপরিসীম ক্ষমতা দেখিয় তাহার সহিত বন্ধুতা করিতে প্রবৃত্ত হন । বাকলারাজ + তাহার কুর্ব্যবহারে অত্যন্ত অসন্তষ্ট হইয় তাহার গঞ্জলেস ও রামচন্দ্র রায় । • “As he grew Great, so he grew Insolent and Ungrateful.” (Portuguese Asia.) + স্থা সাহেব ধৰিলাকে Baccala বলিয়া লিখিছেন, কিন্তু তার জন;