পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి) $ সহিত সম্পর্কছেদনের ইচ্ছা করিলে গঞ্জালেস তাহার রাজ্য আক্রমণ করিয়া সাহাবাজপুর ও পাতলেভাঙ্গা নামক দুইটি স্থান বাকলারাজ্য হইতে বিচ্ছিন্ন করিয়া লইয়া স্বীয় অধিকারভুক্ত করে । অন্যান্ত রাজগণের নিকট হটতেও সে কোন কোন ভূভাগ বিচ্ছিন্ন করিয়া লইয়াছিল। এইরূপে সে বহু সম্পত্তির অধীশ্বর হইয় প্রধান প্রধান রাজগণের সদৃশ হইয় উঠে; তাহার অধীনস্থ লোকগণও অত্যন্ত ক্ষমতাশালী হয় । কিন্তু দুঃখের বিষয় অধিক দিন তাহদের সে সৌভাগ্য স্থায়ী হয় নাই। যে সময়ে গঞ্জলেস সনদ্বীপের একাধীশ্বর হইয়া সৌভাগ্যের চরম সীমায় উপনীত হইয়াছিল। সেই সময়ে আরাকানরাজের সহিত র্তাহার ভ্রাতা অনুপরামের বিবাদ উপস্থিত হয়, একটি হস্তী আরকানরাজের সহিত - লইয়। এই বিবাদ ঘটিয়াছিল । উক্ত হস্তীটি অন্তান্ত গঞ্জলেসের বিবাদারম্ভ । হস্তী অপেক্ষ শ্রেষ্ঠ হওয়ায়, আরাকানরাজ অমুপরামের নিকট তাহা প্রার্থনা করেন। কিন্তু অনুপরাম তাহাতে স্বীকৃত ন৷ হওয়ায় আরাকানরাজ সৈন্ত সংগ্ৰহ করিয়া অনুপরামের রাজ্য ও হস্তী অধিকার করেন। অমুপরাম পলায়ন করিয়া সাহায্যের জন্য গঞ্জালেসের নিকট উপস্থিত হন। গঞ্জলেস অকুপরামের ভগিনীকে প্রতিভূস্বরূপ দাবী করে। তাহার পর তাহারা আরাকানরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। কিন্তু সে যুদ্ধে কৃতকার্য হইতে পারে নাই। কারণ আরাকানরাজের অধীনে ৮০ হাজার সৈন্ত ও ৭ শত রণহস্তী থাকায়, তাহাদিগকে পরাজিত হইতে হয় । অনুপরাম আপনার স্ত্রী, পুত্র, পরিবার, ধনসম্পত্তি ও হস্তী প্রভৃতি লইয়া সনদ্বীপে গঞ্জলেসের নিকট উপস্থিত হন। তাহার পর গঞ্জলেস অনুপরামের ভগিনীকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করিয়া বিবাহ করে। Portuguese Asia?, &* vt* উন্থ লিখিত হওয়ায়, ষ্টার্ট ঐৰূপ ভ্ৰম করিয়াছেন । কিন্তু তাছার সর্বত্রই বাকল লিখিত আছে। *