পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెస) sল অনুরোধ করিয়া পাঠায়। গঞ্জলেস আবাকানকে শস্ত ও সমৃদ্ধিপূর্ণ রাজ্য বলিয় রাজপ্রতিনিধির নিকট বর্ণনা করিয়া পাঠায়, ও সহজে তাহা অধিকৃত হইবে এইরূপ আশ্বাসও দেয়। সে তাহার সমস্ত সৈঙ্গসহ যোগ দিতে স্বীকৃত হয়, এবং প্রতিবৎসর রাজস্ব ও জাহাজ বোঝাই করিয়া চাউল পাঠাইতে অঙ্গীকার করে । সে অারও বলিয়া পাঠায় সে, তাহাব স্বদেশীয়গণকে অন্যায়পূর্বক হত্য করার জন্য সে আরাকানরাজের বিকদ্ধে উত্থিত হইয়াছে। * গোয়ার পটু গীজ রাজপ্রতিনিধি, একটি বিস্তৃত রাজ্য তাহাব অধিকারভুক্ত হইবে, এই আশায় উৎফুল্ল হইয় তাহা অধিকার করিবার জন্ত এক অভিযানের অনুষ্ঠান করেন । তিনি ১৪ খানি বুহৎ জাহাজ ও আরও ২ থানি ক্ষুদ্র জাহাজ সংগ্ৰহ করিয়া ডন ফ্রান্সিস ডি মেন্সেস নামক একজন বিচক্ষণ সেনাপতিকে আরাকানরাজের বিরুদ্ধে প্রেরণ করেন। ফ্রান্সিস কয়েক বৎসর সিংহলের শাসনকর্তৃত্ব করিয়াছিলেন। রাজপ্রতিনিধি পটুগীজ জলদস্যগণের নিকট হইতে বিশেষ কোন সাহায্যের আশা না করিয়া, সেনাপতিকে তাহদের সাহায্যের জন্য অপেক্ষ না করিয়াই মগদিগকে আক্রমণের আদেশ দিয়াছিলেন। ১৬১৫ খৃঃ অব্দের ৩রা অক্টোবর ফ্রন্সিসের রণতরীসমূহ আরাকান নদীতে প্রবেশ করে। তিনি তথা হইতে সনদ্বীপে গঞ্জালেসের নিকট সংবাদ প্রেরণ করেন, ও তাহার দূতের প্রত্যগমন পৰ্য্যন্ত তথায় অপেক্ষা করিতে থাকেন। ইতিমধ্যে আরাকানরাজ যে বা মোং পৰ্টুগীজগণের অভিযান-ব্যাপার অবগত হইয়া কতকগুলি ওলন্দাজ জাহাজের অধ্যক্ষকে হস্তগত করিয়া ফেলেন, ঐ সমস্ত জাহাজ তৎকালে বন্দরে অবস্থিতি করিতেছিল । তিনি পটুগীজদিগের বিরুদ্ধে ওলন্দাজদিগকে আহবান করিয়া তাহদের নেতৃত্বে আপনার বহুসংখ্যক আবকানবাজের সহিত পটুগীজগণের যুদ্ধ।