পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసి নিযুক্ত করিয়া পাঠান। তাহার সৈন্তমণ্ডলী লাহোরে অবস্থিতি করায়, হোসেন কুলীর বাঙ্গলা যাইতে কিছু বিলম্ব ঘটিয়াছিল । ইতিমধ্যে দ্বায়ুদ্ধ অনেক সৈন্ত সংগ্ৰহ করিয়া মোগল সৈন্তের বাধা প্রদানের জন্ত অবস্থিতি করিতে থাকেন। নুতন মোগল সুবেদার বাঙ্গল অভিমুখে অগ্রসর হইলে, তেলিয়াগুড়িতে প্রথমে আফগানদিগের সহিত র্তাহার সংঘর্ষ উপস্থিত হয়। তিনি তাহাতে জয়লাভ করিয়া আগমহল বা রাজমহলে ১৫৭৬ খৃঃ অশ্বে • দায়ুদের সৈন্তের সহিত যুদ্ধে প্রবৃত্ত হন । এই যুদ্ধে কালাপাহাড় পরাজিত ও নিহত হয় ; দায়ুদ সাহসসহকারে যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু তাহার অশ্বের পদ কদমে প্রোথিত হইয়া যাওয়ায়, তিনি হাসেন বেগ নামক মোগল সেনানী কর্তৃক ধৃত হইয়া, সুবেদারের নিকট আনীত হইলে, তাহার আদেশে তাহার মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন হয়, এবং তাহা আকবর বাদসাহের নিকট প্রেরিত হইয়াছিল। দায়ুদের অবসান হইতে বাঙ্গলায়,পাঠান রাজত্বের শেষ হয় ।

  • এই যুদ্ধ ৯৮৪ হিজরী বা ১৭৭৬ খৃঃ অব্দে ঘটে, কেহ কেহ ৯৮৩ হিজরী বলির থাকেন।

+ দাযুদের পরিণামসম্বন্ধে ভিন্ন ভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন রূপ লিখিত আছে। ঘদেীনি বলেন যে, তিনি মুবাদারের নিকট নীত হইলে পিপাসায় কাতর হইয়৷ জল পান করিতে চাহেন। মোগলসৈন্তের উাহার জুতা জলপূর্ণ করিয়া দেয়, কিন্তু ধী জাহান ঠাহার জলপাত্র হইতে র্তাহাকে জলপান করিতে দেন। দায়ু অত্যন্ত স্বনার ছিলেন বলিয়৷ খ। জাহান তাহার মস্তকচ্ছেদনের আদেশ দিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু আমীরগণের উত্তেজনায় তিনি পরিশেষে স্বীকৃত হন। উহাকে একাধিক আঘাতে নিহত করিতে হইয়াছিল। আকবরনামায় লিখিত আছে, দাযুদ্র বন্দী হইয়া বা জাহানের নিকট নীত হইলে, তিনি তাহাকে তাহার পূর্ব সন্ধির কথা বলেন, দায়ুদ উত্তর দেন যে, তাহ মুনিম খাঁর সহিত ব্যক্তিগত ভাবে হয়। তিনি র্য। জাহানকে অখ হইতে অবতরণ করিয়া গুপ্ত পরামর্শের अञ्च त्रांश्तान कब्रिट्ज, बैं। छांशंन ॐांशंद्र छैcबश्च बूक्षिप्उ श्रीब्रिव्र मछकरष्कृमरनब्र আদেশ দেন ।