পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3。 একেবারে দুর্গম ছিল না ; তাহার কোন কোন অংশে লোকে গতায়াত করিতে পারিত। ক্রমে সুন্দরবন বা নিম্নবঙ্গ লোকের বসতিস্থান হষ্টয় উঠে। কিন্তু তাহার সমস্ত অংশ যে বাসযোগ্য হইয়াছিল, তাহার বিশেষ কোন প্রমাণ পাওয়া যায় না । নিমবঙ্গের এই “ব’ দ্বীপ ক্রমে উপবঙ্গ নাম ধারণ করে। বরাহমিহিরের বৃহৎসংহিতায় এই উপবঙ্গের উল্লেখ আছে। * এই উপবঙ্গের দক্ষিণ ভাগটি সুন্দরবন । কালিদাসের বর্ণনায়ও এই ‘ব’ দ্বীপের উল্লেখ দেখিতে পাওয়া যায়। তিনি রঘুর দিগ্বিজয় উপলক্ষে গঙ্গাত্ৰেতোমধ্যবৰ্ত্তী স্থানের নির্দেশ করিয়াছেন । । উক্ত স্থান যে “ব” দ্বীপ বা উপবঙ্গ, তাহাতে সন্দেহ নাই । এই সকল বর্ণনায় সুন্দরবনের সুস্পষ্ট উল্লেখ না থাকিলেও, তাহা হইতে বিশদরূপে বুঝিতে পারা যায় যে, এক্ষণে বঙ্গের যে স্থানে সুন্দরবন অবস্থিত, তথন তাহ লোকজনের একেবারে অগম্য ছিল না। কিন্তু তাহার সৰ্ব্বত্র যে লোকজনের বাসভূমি ছিল, তাহ সাহস করিয়া বলা যায় না ; তাহা না হইলেও মুন্দরবনের কতক অংশে লোকজন গতায়াত করিতে পারিত ও তাহার স্থানে স্থানে মমুষ্যের আবাসগৃহ স্থাপিত হইয়াছিল। বরাহ মিহির ও কালিদাস । begins with the western branch of the Ganges or Bhagirathi and says that it sends one branch to the right or towards the West and another towards the East or to the left. This takes place at Triveni, so called from three rivers parting on the different directions and it is a most small place”. ( Asiatic Research. XIV, Wilford on Ancient Geography of India p. 404). - • “আগ্নেয্যtং দিশি কোশলকলিঙ্গবঙ্গোপবঙ্গজঠরাঙ্গাঃ ” (বৃহৎসংহিতা ১৪৭-৮) , + “বঙ্গামুৎখায় তরস নেতা নেসাধনোদ্যতান । f : চিখান জয়ন্তম্ভানু গঙ্গাস্রোতোংস্তরেষু চ ” ( মধুবংশ ৪র্থ সর্গ)।