পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তং অনুমান হয়। অর্থাৎ তখনও সুন্দরবনের কোন কোন অংশে লোকজনের বাস ও কোন কোন স্থান অরণ্যপরিবৃত ছিল । সেনবংশের রাজত্বের পর বঙ্গভূমিতে মুসন্মান রাজত্বের আরম্ভ হয়। কিন্তু পূৰ্ব্ববঙ্গ অনেকদিন পর্যন্ত সেনরাজগণের অধীন ছিল। বঙ্গভূমিতে মুসন্মান রাজত্বারম্ভের পূর্বে মুসন্মান পরিব্রাজকগণ এতদ্দেশে আগমন করিয়াছিলেন। খৃষ্টীয় অষ্টম শতাস্বীতে সুলেমান নামে জনৈক পরিব্রাজক বঙ্গদেশে উপস্থিত হন। তিনি উপবঙ্গ বা “ব’ দ্বীপের বিষয় উল্লেখ করিয়াছেন । তখন তাহ অত্যন্ত সমৃদ্ধিশালী ছিল। এই “ব’ দ্বীপের অন্তর্গত অনেক নগর বাণিজ্যের জন্ত বিখ্যাত ছিল । তাহার অধিবাসিগণ সাধারণতঃ আরাকানীদিগের সহিতই বাণিজ্য-ব্যবসায়ে লিপ্ত হইত।* তাহার পর পাঠান-রাজত্বকালে ক্রমে ক্রমে সুন্দরবনের স্থানে স্থানে অনেক গ্রাম ও নগর প্রতিষ্ঠিত হয়। আমরা পরে তাহার উল্লেখ করিতেছি । খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে বঙ্গে পাঠান রাজত্ব বদ্ধমূল হইলে সুন্দরবন পর্যন্ত র্তাহাদের অধিকার বিস্তৃত হয়। এই শতাব্দীর প্রথমভাগে থা জাহান আলি সুন্দরবনের গভীর অরণ্য পরিষ্কার করিয়া তাহাতে গ্রাম নগরাদির পত্তন ও সেই সেই স্থানে রাজপথ, অট্টালিকা ও মসজীদাদির প্রতিষ্ঠা করেন। তাহার অগণ্য কীৰ্ত্তির মধ্যে কোন কোনটি খুলনা জেলার বাগেরহাটের নিকট অদ্যপি দৃষ্ট হইয়া মুসল্মাণ পৰ্য্যটকগণ। খ। জাহান আলি।

  • “During the time of the Arab invasion of India (8th Century of the Christian era) Sulaiman came to this country. An account of his travels is given in the Bulletin of the Geographical Society of Paris (p. 203 ). His account of the Delta of the Ganges was then in a flourishing condition. There existed then many cities which traded with Arakan.” r ( Prêceeding of the Asiatic Society for Décember 1868.)