পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆ8 মধ্যে অবস্থিত ছিল। এক্ষণে তথায় গঙ্গার অস্তিত্ব নাই, কেবল চিহ্নমাত্র দৃষ্ট হয়। কবিকঙ্কণও এই ছত্রভোগের উল্লেখ করিয়াছেন। তাহার গ্রন্থে ভাগীরথীতীরস্থ সুন্দরবনের অনেক স্থানের উল্লেখ দেখা যায়। হাতিয়াগড় মদনমল্ল প্রভৃতি সুন্দরবনের প্রসিদ্ধ স্থানের উল্লেখ কবিকঙ্কণের গ্রন্থে দৃষ্ট হইয়া থাকে, এবং সাগরসঙ্গমের সুস্পষ্ট উল্লেখও দৃষ্ট হয়। বঙ্গদেশে ইউরোপীয়গণের আগমন আরম্ভ হইলে, তাহাঁর বাণিজ্যো সেই ছত্রভোগে গঙ্গা চৈয৷ শতমুখী । বহিতে আছেন সৰ্ব্বলোকে করে স্বর্থী ॥ জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে । অম্বুলিঙ্গ ঘাট করি বোলে সৰ্ব্বজনে ৷” ( চৈতন্তভাগবত অস্ত্যখণ্ড ) “হিমাই বামেতে রহে হিজলীন পথ। রাজহংস কিনিয়া লইল পারাবত ॥ বিষ্ণুহরির দেউল বামেতে বাথিয় । সাকড় বহিল সাধু মন্তেশ্বর দিয়া ॥ আমনদী দিয়া সাধু গেল ছত্রভোগে । তাহা এড়াইয়৷ সাধু ভোজন কৈল রঙ্গে । লঘুগতি সদাগর গেল কালীপাড় । দুকুলে যাত্রীর ঠাট ঘন পড়ে সাড়। সে দিবস সদাগর হত্যাগড়ে রহে । প্রভাত হইলে সাধু মেলে সাত নায়ে।

so §: 率

যেখানে সাগরবংশ, ব্ৰহ্মশাপে হৈল ধ্বংস, অঙ্গর আছিল অবশেষ । পরশি গঙ্গার জলে, ধিমানে বৈকুণ্ঠে চলে, সবে হয়ে চতুভুজ বেশ ॥ মুক্তিপদ এই স্থান, ইহাতে করিয়া স্নান, • চল ভাই সিংহল নগরে।” ( कविक६१ छ७ी );