পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←☾ পলক্ষে সুন্দরবনের অনেক স্থানে যাতায়াত আরম্ভ করেন। পটুগীজগণের সময় চট্টগ্রাম বা পোটোগ্রাণ্ডি হইতে পিপলী, বালেশ্বর, সপ্তগ্রাম, হুগলী বা পোটোপেকিনো প্রভৃতি বন্দরে র্তাহারা বাণিজ্যার্থে সমাগত হইতেন। তজ্জন্ত সুন্দরবনের নিকটস্থ সমুদ্রপথে তাহাদিগকে প্রতিনিয়ত যাতায়াত করিতে হইত । সেই সময়ে সুন্দরবনের মধ্যে কোন কোন নগরের অস্তিত্ব র্তাহীদের বিবরণ হইতে অবগত হওয়া যায়। পর্তুগীজগণের পর ওলন্দাজ ও অন্তান্ত ইউবোপীয়গণ এতদ্দেশে বাণিজ্যর্থে আগমন করেন। ডি বারে নামক জনৈক ইউরোপীয়ের মানচিত্রে সুন্দরবনের মধ্যস্থ পাঁচটি নগরের নির্দেশ দৃষ্ট হয় । তন্মধ্যে তিনটি বাকরগঞ্জ ও অবশিষ্ট দুষ্টটি খুলনা বা ২৪ পরগণার মধ্যে অবস্থিত ছিল বলিয়া অনুমান হয়। ক্রমে এই সুন্দরবনে পটুগীজগণ দস্থাত অবলম্বন করিয়া মগদিগের সহায়তায় তাহার অধিবাসীদিগকে সন্ত্রস্ত করিয়া তুলিয়াছিল। এই সময় জলদস্থ্যগণের ভয়ে সুন্দরবনের অধিবাসিগণ আপনাদিগের আবাসস্থান পরিত্যাগ করিয়া স্থানান্তরে পলায়ন করেJ খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগে ও সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে সৎকালে পূৰ্ব্ববঙ্গ ও দক্ষিণ বঙ্গ প্রসিদ্ধ বারভূইয়াগণের অধীন ছিল, সে সময়ে সুন্দরবন সব্বাপেক্ষা প্রসিদ্ধি লাভ করে । আমরা নিম্নে তাহার উল্লেখ করিতেছি । ষোড়শ শতাব্দীর বারভূইয়াগণের মধ্যে ইশা খাঁ সৰ্ব্বপ্রধান ছিলেন। অন্যান্ত ভূ ইয়াগণ র্তাহাকে আপনাদের সর্দার বলিয়া মান্ত করিতেন। এই জন্ত র্তাহাকে ভাটপ্রদেশের অধীশ্বর বলিয়া মুসলমান ঐতিহাসিকগণ বর্ণনা করিয়াছেন। ভাটি বা নিম্নবঙ্গের পরিমাণ র্তাহারা দৈর্ঘ্যে পূৰ্ব্ব-পশ্চিমে

  • “The earlier Portuguese writers unanimously assert that the Xelta of the Ganges was much populated.” o

ইউরোপীয় বণিকৃবর্গ পটুগীজগণ । বার ভূইয়াগণের অধীনে ।