পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 x ক্ষমতাসঙ্কোচের কোন প্রকার চেষ্টা করেন নাই। উক্ত পাঠান-বংশীয়গণের মধ্যে উড়িষ্যার কতলু খ ও বঙ্গের ইশা খাই প্রধান । ইশা খার পিত। প্রথমে হিন্দু ছিলেন, তাহার নাম কালিদাস গজদানী। ইহার বাইশ রাজপুত শ্রেণী । * হোসেন খাঁর রাজত্বসময়ে তিনি অযোধ্য হইতে বঙ্গদেশে আগমন করেন। পরে মুসল্মানধৰ্ম্ম গ্রহণ করিয়া সলিমান খ নামধারণ করিয়া এক পাঠানরমণীর পাণিগ্রহণ করেন। তিনি সমস্ত ভাটি প্রদেশের + অধীশ্বর হন। সেলিম খাঁ ও তাজখ। কর্তৃক তিনি নিহত হইলে, তাহার পুল্লদ্বয় ইশা ও ইস্মাইল দাসকপে বিক্রীত ও দুরদেশে নীত হন । ; সাউন্নেসা নামে তাহার এক কন্যারও উল্লেখ দেখা যায়। ইশ ও ইন্মাইল খাঁ পরে তাহাদের মাতুল কুতুবউদ্দীন কর্তৃক বঙ্গদেশে আনীত হন। ক্রমে ইশা আপনার প্রতিভা ও ক্ষমতার বলে পূৰ্ব্ববঙ্গের ভূ ইয়া হইয় উঠেন, এবং থিজিরপুর পরগণার ভার প্রাপ্ত হন । কত্রাভু তাহার রাজধানী ছিল । তিনি হোসেনসাহ-বংশীয় ফতেমাখনিম-নামী কোন রমণীর পাণিগ্রহণ করিয়ছিলেন । ক্রমে তিনি সমস্ত ভাটি প্রদেশের একাধীশ্বর হইয় অপর একাদশ জনের উপর প্রভুত্ব বিস্তার করেন। $ ইশা খা প্রথমতঃ মোগলের বঙ্গ্যতা স্বীকার করেন নাই। তিনি করিমদাদ ও ইব্রাহিম প্রভৃতি আফগানের সহিত মিলিত হইয়া ভাটি প্রদেশে স্বাধী

  • Elliot's History of India, also Blochman's Ain-i-Akbari.

ভাটি সম্বন্ধে পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে । বেভারিজ সাহেব বলেন যে, ইশার পিতা হিন্দুই ছিলেন ; কারণ, মুসলমান-পুত্র দাসরূপে মুসলমান কর্তৃক বিক্রীত হইত না । § “Isa by his intelligence and prudence, acquired a name, nd he made twelve zemindars of Bengal to become his ependants.”—Elliot's History of India. Vol VI. Akbornama, Iাকবরনামার বিবরণে বোধ হয়, যেন ইশা খা বারভূইয়া হইতে পৃথক । কিন্তু প্রকৃত প্তিাবে তিনি বারভুইয়ার অন্তর্গত ছিলেন। o