পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 & ১৬০০ খৃষ্টাব্দে • তাহার মৃত্যু হইলে উত্তর ও পূৰ্ব্ববঙ্গের পাঠানের শাস্তভাব অবলম্বন করিতে বাধ্য হয়। কিন্তু তাহার পুত্র দাযুদ কেদার রায়ের সহিত মিলিত হইয়া মানসিংহকে বাধা প্রদান করিয়াছিলেন ৷ f আমরা ইতিহাস হইতে ইশ পা সম্বন্ধে এই পৰ্য্যন্ত জানিতে পারি। কিন্তু তাহার সম্বন্ধে অনেক প্রবাদ প্রচলিত আছে ; তন্মধ্যে আমরা দুই একটির উল্লেখ করিতেছি। তাহার সম্বন্ধে প্রথম প্রবাদ এই যে, তিনি শ্রীপুরের চাঁদ রায়ের কন্যা সোনাই বা স্বর্ণময়ীকে বলপূৰ্ব্বক আনয়ন করিয়া বিবাহ করিয়াছিলেন। এই স্বর্ণময়ী পরে সোনা বিবি নামে অভিহিত হন। ইশা খার মৃত্যুর পর তিনি তাহার রাজ্যরক্ষার জন্ত শ্ৰীপুর, ত্রিপুরা ও আরাকানের অধিপতিগণের সহিত যুদ্ধ করিয়াছিলেন ; পরে মগদিগের আক্রমণে আত্মরক্ষার উপায় না দেখিয়া অগ্নিকুণ্ডে প্রবেশপুৰ্ব্বক আত্ম বিসর্জন করেন। র্তাহার সম্বন্ধে দ্বিতীয় প্রবাদ এই যে, ১৫৯৫ খৃষ্টাব্দে মানসিংহ তাহার অধিকারস্থ এগারসিন্দুর দুর্গ অধিকার করিলে, ইশা খাঁ তাহার বিরুদ্ধে সসৈন্তে তথায় উপস্থিত হন, এবং তাহাকে দ্বন্দ্বযুদ্ধে আহবান করেন। মানসিংহ নিজে যুদ্ধার্থ গমন না করিয়া স্বায় জামাতাকে প্রেরণ করেন। জামাতা যুদ্ধে হত হইলে, ইশা খাঁ তাহ জানিতে পারেন । পরে তিনি মানসিংহকে তিরস্কার করিয়া স্বীয় শিবিরে চলিয়া যান। মানসিংহ পুনৰ্ব্বার যুদ্ধ করিতে স্বীকৃত হন। প্রথম যুদ্ধে মানসিংহের হস্ত হইতে তরবারি পড়িয়া যায় ; ইশ তাহাকে স্বীয় তরবারি প্রদানের ইচ্ছ। করিলে মানসিংহ অশ্ব হইতে অবতরণ করেন, ইশা ও অশ্ব হইতে অবতীর্ণ প্রবাদে ইশী গ ।

  • Elliot's History. vol. VI. Inayatulla's Takmilla-i-Akbarnamaর মতে ১••৭ হিজরীতে তাহার মৃত্যু হয়। আকবরনামার মতে ১••৮ হিজরী।

+ Blochmua'n's Aim-i-Akbari.