পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to & হন । মানসিংহ তাহকে আলিঙ্গন করিয়া তাহার সহিত মিত্রতা স্থাপন করেন। ইশাকে বন্দী না করায় মানসিংহের অমুচরের ও তাহার রাণী অত্যন্ত অসন্তুষ্ট হন। অনন্তর ইশা মানসিংহের অনুরোধে তাহার হিত আগরায় গমন করেন। বাদশাহ প্রথমতঃ তাহাকে বন্দী করিয়াছিলেন, পরে এগারসিন্দুর যুদ্ধের কথা শুনিয়া তাহাকে মুক্ত করিয়া দেন ; এবং দেওয়ান ও মসনদ আলি উপাধি ও বাইশটি পরগণার জমীদারী প্রদান করেন । * মানসিংহের জামাতৃবধের প্রবাদ সম্ভবতঃ তৎপুত্র দুর্জন সিংহের নিধন হইতে স্বল্প হইয়াছে। ইশা খা যেরূপ পরীক্রান্ত ছিলেন, সেইরূপ মহানুভবও ছিলেন। ইংরেজ পরিব্রাজক রালফ ফিচ, ১৫৮৬ খৃষ্টাব্দে সোনারগায়ে উপস্থিত হন। তিনি ইশা খার মহত্ত্বের বিষয় কীৰ্ত্তন করিয়াছেন । র্তাহার বর্ণনা হইতে তদানীন্তন সোনারগা প্রদেশের অবস্থার বিষয়ও অনেক পরিমাণে অবগত হওয়া যায় খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষভাগে জেসুইট পাদরী ইশাখার রাজ্যে ইউ রোপীয়গণ ।

  • এই বাইশ পরগণার জমিদারীপ্রদানের সনন্দের কথাও শুনা যায় । ( ময়মনসিংহের ইতিহাস দেখ )।

+ “Sonargao is a town six leagues from Serripore where there is the best and finest cloth made of cotton, that is in all India. The chief king of all these countries is called Isacan, and he is chief of all the other kings, and is a great friend to all Christians. The houses here as they be in the most part of India, are very little and covered with strawe, and have a fewe mats round about the walls. Many of the people are very rich. Here they will eat no flesh nor kill no beast. They live on rice milke and fruits. They go with a little cloth before them, and all the rest of their bodies is naked. Great store of cotton cloth goeth from hence, and much rice, wherewith they serve all India, Ceilon, Pegu, Malacca,