পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

露じr সুবর্ণগ্রাম হইতে ৯ ক্রোশ দূরে কালীগঙ্গার তীরে শ্রীপুর নামে নগর অবস্থিত ছিল। এই শ্ৰীপুর বিক্রমপুর পরগণার অন্তর্গত , নিমরায় নামে এক জন পরাক্রমশালী ব্যক্তি কর্ণাট হইতে পূৰ্ব্ববঙ্গে আসিয়া শ্ৰীপুরে অবস্থিতি করেন। তিনি শ্ৰীপুরের প্রথম ভূইয়া বলিয়া উল্লিখিত হইয় থাকেন। সম্ভবতঃ সেনরাজগণের সময়ে তাহার আগমন হইয়াছিল। কারণ, সেনরাজগণ কর্ণাটবাসী হওয়ায়, তাহাদের অনুগ্রহলভিার্থ নিমরায় দক্ষিণাত্য হইতে পূৰ্ব্ববঙ্গে আগমন করিতে পারেন। নিমরায়ের পর শ্রীপুরে আর কোনও ভূ ইয়ার উল্লেখ দেখা যায় না ; কিন্তু মোগলবিজয়ের সময় শ্রীপুরে চাদ রায় ও কেদার রায় নামে দুই ভ্রাত * প্রবল পরাক্রমশালী ভূইয়া ছিলেন। র্তাহার দে-উপাধিধারী বঙ্গজকায়স্থ । ইহারা পাঠানরাজত্বকালে ভূ ইয়াশ্রেণীভুক্ত হওয়ায় মোগলের বগুত। স্বীকার করিতে অসম্মত হন। মোগলের বিক্রমপুরকে সরকার সোনারগায়ের অন্তভুক্ত করিয়া তাহাকে আপনাদের অধীন ভূভাগ বলিয়া ঘোষণা করিলেও, চাদরায় কদাচ আপনার স্বাধীনতা পরিত্যাগ করেন নাই । মোগলেরা তাহদের বহুনদীবিশিষ্ট ও দ্বীপসস্কুল রাজ্যে প্রবিষ্ট হইলে, তাহার এক স্থান হইতে অন্ত স্থানে গমন করিতেন ; মোগল অশ্বারোহীরা সেই জন্ত সহজে তাহাদিগকে বশীভূত করিতে পারিত না। ১৫৮৬ খৃষ্টাব্দে রালফ ফিচ, শ্রীপুরে উপস্থিত হইয়াছিলেন। র্তাহার বর্ণনা হইতে ঐ সমস্ত বিবরণ অবগত হওয় যায়। ইশা খার সহিত র্তাহাদের মিত্রত ছিল, এবং তাহার ইশা খার চাদরায় ।

  • শ্ৰীযুক্ত আনন্দনাথ রায় বলেন যে, কেদার রায় চাদ রায়ের পুত্র। কিন্তু তাহার দুই ভ্ৰাত বলিয়া চিরদিনই কথিত হইয়া থাকেন । ওয়াইজও তাহাই উল্লেখ করিয়াছেন । + “From Bacala I went to Serrepore which stąiideth upon the river Gangos. The king is called Chandry. They be all