পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( - ) এই গ্রন্থে ষোড়শ শতাব্দীপ্ত বাঙ্গলার ও বাঙ্গালীর সেই গৌরবের একটি ছায়। প্রদানের চেষ্টা করিয়াছি । পরিশেষে এই গ্রন্থ সম্পাদনে র্যহাদের নিকট হইতে সাহায্য পাইয়াছি, তাহাদিগকে সৰ্ব্বাস্তঃকরণে ধন্যবাদ প্রদান করিতেছি । সৰ্ব্বাপেক্ষ যাহার দিকট হইতে আমরা বহুল পরিমাণে সাহায্য লাভ করিয়াছি, তাহার লামোল্লেখ না করিয়া থাকিতে পারিলাম না। নানাভাষালিৎ ও ঐতিহাসিক তরঙ্গ সুহৃদৰ শ্ৰীযুক্ত অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ এই গ্রন্থসম্পাদনে যেরূপ সাহায্য করিয়াছেন, তাই আমরা কদাচ বিস্তুত হইব না। বিশে ৰভঃ ஆ সাহায্য না পাইলে, আমরা ডুজারিক ও পাইমেন্টার প্রকাশে ৰাজকুবাদে কৃতকার্য হুষ্ট ও পারিতাম না। রাজা যতীন্দ্রনাথ রায়ও আমাদিগকে অনেক বিষয়ে সাহায্য করিয়াছেন। এক্ষণে সাধারণে ইহাকে প্রতির চক্ষে দেখিলে শ্রম সফল জ্ঞাম কৰিব। প্রতাপাদিত্যকে পরিষদ-গ্রন্থাবলী ভুক্ত করা হইল। ইতি ১৮ই ভাড়, .* s - সম্পাদক ర్సిరి 1 '