পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oç এইরূপ অদ্ভুত বীরত্ব প্রদর্শন করিয়া কেদার রায় চিরস্মরণীয় হইয়া গিয়াছেন । বাঙ্গালী যে এককালে বাহুবলে অজেয় ছিল, কেদার রায় প্রভৃতির বিবরণ তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। রাম রাম বসু বলেন যে, প্রতাপাদিত্য কেদার রায়কে জয় করিয়াছিলেন। কিন্তু তাহার বিশেষ কোনও প্রমাণ পাওয়া ষায় না । আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, চাদ রায় ও কেদার রায় দে উপাধিধারী বঙ্গজ কারস্থ ছিলেন। তাহার কুলীন না হইলেও, বিক্রমপুর সমাজের গোষ্ঠীপতি ছিলেন। রাজনৈতিক বিষয়ের স্থায় সামাজিক বিষয়েও তাহদের যথেষ্ট সন্মান ছিল। বিক্রমপুরে তাহাদিগের অনেক কীৰ্ত্তি বিদ্যমান ছিল। এখনও কিছু কিছু দেখিতে পাওয়া যায়। কেদারপুর নামক গ্রামে কোনও কোনও চিহ্ন এখনও বিদ্যমান আছে । * তাহদের রাজধানী শ্ৰীপুর অনেক দিন কীৰ্ত্তিনাশার কীৰ্ত্তিনাশক সলিলে বিধৌত হইয়। গিয়াছে। । চাদ রায় ও কেদার রায় সম্বন্ধে অনেক প্রবাদ প্রচলিত আছে। অস্তান্ত কথা । vessels of war and had laid seige to Kilmak the imperial commander in Srinagar. Kilmak held out, till a body of troops was sent to his aid by the Raja. These finally overcame the enemy, and after a furious cannonade took Kaid Ral prisoner, who died of his wounds soon after he was brought before the Raja.” (Elliots History of, India Vol vi. Inayatullas’ Takmıdla 1 Akbarnama )

  • “At Kedderpore there are the remains of residence, which is said to have belonged to a Rajah of the name of Chande Roy, of the Booneahs, who appear to have extended their authority to several parts of the country west and south of the Boori Ganga, during the decline of the kingdom of Bangoz" (Taylors Topography of Dacca. P, Iol.) o

টেলার চাদ রায়কে প্রাচীন ভুইয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, র্কিৰ তাহার উল্লিখিত চাঁদ রায় যে ষোড়শ শতাব্দীর চাদ রায়, তাহাতে সন্দেহ নাই। কেদারপুর নগরের নাম হইতে তাহ প্রতিপন্ন হইতেছে। কেদার রায়ের নামানুসারে উহা অভিহিত হইয়াছিল। ... + "The city on the opposite side of the Megna was not Suner