পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영 পটে অঙ্কিত প্রতাপের সহিত এ চিত্রের পার্থক্য ঘটিতে পারে, তজ্জন্ত তাহাদের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। আমরা এক্ষণে প্রতাপের বংশপরিচয় হইতে আনুপুৰ্ব্বিক তাহার বিবরণ যথাসাধ্য প্রদান করিতে চেষ্টা করিব । বঙ্গেশ্বর আদিশূরের আনীত কায়স্থপ্রধান বিরাট্‌ গুহের বংশে নারায়ণ জন্মগ্রহণ করেন। নারায়ণের পুত্ৰ দশরথ সেনবংশ-প্রদীপ বল্লালসেনদেবের নিকট হইতে কৌলীন্য মৰ্য্যাদা লাভ করিয়াছিলেন । দশরথের ছয় পুত্রের মধ্যে লক্ষ্মণ ও ভরত কুলপতি হন । এই ভরতের বংশে আঁশ গুহের জন্ম হয়, আঁশের কুলদীপক পুত্র গজপতির জ্যেষ্ঠ পুত্র ছকড়ার ঔরসে রামচন্দ্র জন্মগ্রহণ করেন। এই রামচন্দ্রই যশোর রাজবংশের আদিপুরুষ। কুলাচাৰ্য্যগণ রামচন্দ্রের অনেক প্রকার গুণকীৰ্ত্তন করিয়া থাকেন। * রামচন্দ্ৰ পূৰ্ব্ববঙ্গ হইতে বাঙ্গলার তদানীন্তন প্রসিদ্ধ বন্দর সপ্তগ্রামের নিকট আসিয়া বাস করেন। তাহার বাসস্থান এক্ষণে বর্তমান পাটমহল পরগণার অন্তর্ভূত হইয়াছে। পাটমহল হুগলী ও বদ্ধমান জেলায় অবস্থিত। ৮ সপ্তগ্রামের নিকটে বাস করার কিছু পরে তিনি তদেশবাসী শ্ৰীকান্ত ঘোষের কস্তার পাণি গ্রহণ করেন। শ্ৰীকান্তের পুত্রেরা সপ্তগ্রামের কাননগো দপ্তরে কার্য্য করিতেন, রামচন্দ্রও তাঁহাদের সহিত তথায় যাতায়াত আরম্ভ করেন, ক্রমে তিনি নিজ ক্ষমতাবলে উক্ত দপ্তরের এক মুহুরী পদে নিযুক্ত হন। কালক্রমে রামচন্দ্রের ভবানন্দ, গুণানন্দ ও শিবানন্দ নামে তিন পুল জন্মে। ইহঁরা পারসী আদি ভাষা শিক্ষা করিয়া বিশেষরূপ খ্যাতি লাভ করিয়াছিলেন ; তিন ভ্রাতার মধ্যে কনিষ্ঠ শিবানন্দই কাৰ্য্যকুশল ছিলেন ; তিনি বংশ পরিচয় ।

  • ঘটকারিকা দেখ। + ( 8 ) फैिं★नैौ cनथ ।