পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· ዓb” পিতার সহিত কাননগো দপ্তরে যাতায়াত আরম্ভ করিয়া, ক্রমে তথায় একটি কাৰ্য্যে নিযুক্ত হন। শিবানন্দের জ্যেষ্ঠ ভ্রাতা ভবানন্দের সহিত পরাশর ঘোষের কন্যার বিবাহ হয় এবং মধ্যম গুণানন জগদানন্দ বস্থর কষ্ঠার পাণিগ্রহণ করিয়াছিলেন। গুণানন্দ পরিশেষে অনন্ত দত্তের কন্যাকেও বিবাহ করেন। ভবানন্দের শ্ৰীহরি x ও গুণানন্দের জানকীবল্লভ নামে পুত্র জন্মে। এই দুই ভ্রাত বাল্যকাল হইতে সুচতুর ছিলেন । র্তাহারা ফারসী আদি ভাষা শিক্ষা করিরা তাহাতে ব্যুৎপত্তি লাভ করেন। গুণানন্দের বাস্থদেব নামে আর এক পুত্রও জন্মে। শ্ৰীহরি ও জানকীবল্লভ বয়ঃপ্রাপ্ত হইলে, র্তাহাদিগের যথারীতি বিবাহউৎসব সম্পাদিত হয় । উগ্রকণ্ঠ বসুর কন্যার সহিত শ্ৰীহরির ও কৃষ্ণরাম দত্তের কন্যার সহিত জানকীবল্লভের বিবাহ হইয়াছিল। শ্ৰীহরি পরিশেষে জগদানন্দ ঘোষের কস্তা ও জানকীবল্লভ মনোহর বসুর কন্যাকে বিবাহ করেন। সপ্তগ্রামে অবস্থান কালে শ্ৰীহরির একটি পুত্র সন্তান ভূমিষ্ট হয়। এই পুত্র কালে প্রতাপাদিত্য নাম ধারণ করিয়া আসমুদ্র দক্ষিণ বঙ্গের একাধীশ্বর হইয়াছিলেন। কোন অব্দে প্রতাপাদিত্য জন্মগ্রহণ করেন, তাহ নির্ণর করিবার উপায় নাই । তবে অনুমানের দ্বারা স্থির হয় যে, তিনি ১৫৬১ খৃঃ অব্দে জন্মগ্রহণ করিরাছিলেন। যশোরের ঘটকগণ বলিয়া থাকেন যে, প্রতাপাদিত্য “ইয়ুবেদ প্রমাণাব্দ” বা ৪৫ বৎসর রাজত্ব করিয়াছিলেন। র্তাহারা বসন্তরায়ের -হত্যার পর হইতে প্রতাপের রাজত্বারস্ত গণনা করেন। তাহাতে সাহজাহানের রাজত্বকালে তাহার পতন স্থির হয় । । উহা ঐতিহাসিক মতের প্রতাপাদিত্যের জন্ম ।

  • শ্ৰীহরিকে কেহ শ্ৰীহৰ্ষ কেহ বা শ্ৰীধরও বলিয়াছেন । + যুগযুগোকুক্সে চ শকে হত্বা বসন্তকং।

• প্রতাপাদিত্যনামাসে জায়তে নৃপতি মহান ।