পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামচন্দ্র ও শিবানন্দ উভয়ে সপ্তগ্রামের কাননগো-দপ্তরে কার্য্য করিতেছিলেন । কিন্তু উক্ত দপ্তরের সেরেস্তাদার কাস্তারের সহিত শিবনন্দের মনোমালিন্ত সংঘটিত হওয়ায়, শিবানন্দ সপ্তগ্রাম পরিত্যাগ করিয়া রাজধানী গৌড়ে যাইবার জন্ত ইচ্ছা প্রকাশ করেন । তাহার পিতা রামচন্দ্র শিবানন্দের প্রস্তানে সম্মত হইয়া পুত্র, পৌত্র ও প্রপৌত্র সমভিব্যাহাবে গৌড়ে উপস্থিত হন। এই সময়ে খৃষ্টীয় ১৫৬৫ অব্দে সু প্রসিদ্ধ স্থলেমান কররাণী বা কিবাণী গৌড়ের সিংহসনে উপবিষ্ট ছিলেন। সুলেমান বঙ্গরাজ্যেব একাধিপত্য লাভ করিলেও দিল্লীশ্বর মোগলকেশরী আকবর বাদসাহকে উপঢৌকনদি প্রদান করিয়া তাহাকে স্বীয় প্রভু বলিয়া স্বীকার করিতে বাধ্য হন । সুলেমান গৌড় হইতে টাড়ায় রাজধানী স্থানান্তরিত করিয়াছিলেন। রামচন্দ্র গৌড়ে উপস্থিত হইয় সপরিবারে তথায় বাস করিতে আরম্ভ করেন। ক্রমে তিনি গোঁড়াধিপকে যথাযোগ্য নজরাদি প্রদান করিয়া রাজধানীর কাননগোদপ্তরে নিযুক্ত হন, শিবানন্দও তাহার সহিত উক্ত দপ্তরে নিযুক্ত হইয়াছিলেন। শিবানন্দ নিজ প্রতিভাগুণে স্থলেমানের দৃষ্টি আকর্ষণ করেন। রামচন্দ্র বাৰ্দ্ধক্যদশায় উপনীত হওয়ায় অল্পদিনের মধ্যেই এ জগৎ হইতে চির বিদায় লন । কিছুকাল পরে কাননগো দপ্তরের কৰ্ত্তার মৃত্যু হইলে সুলেমান শিবানন্দকে উক্ত পদ প্রদান করেন। এইরূপে শিবানন্দ সন্ধান্ত ব্যক্তিগণের মধ্যে গণ্য হইয় উঠেন ও র্তাহার ক্ষমতাও অসীম হক্টর উঠে । , র্তাহার ভ্রাতুপুত্রদ্ধয় শ্রীহরি ও জানকীবল্লভ ক্রমে রাজপুত্রদিগের সহিত পরিচিত হন। কনিষ্ঠ যুবরাজ দায়ুদের সহিত র্তাহীদের প্রণয় স্থাপিত হয়। গৌড়ে অবস্থান।

  • কুলাচাৰ্য্যগণ বলেন যে, ভবানন্দ গৌডমন্ত্রী হইয়াছিলেন, কিন্তু রামরাম বহু মহাশয় তাহার কোনই উল্লেখ করেন নাই। আমরা এস্থলে বকু মহাশয়েরই মত গ্রহণ

করিয়াছি।