পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bbア মল্লও তাহার সহিত গমন করিবার জন্ত আদিষ্ট হন। * নৃতন সুবেদারের আগমন শুনিয়া দায়ুদ ক্রমে পশ্চাৎপদ হইতে আরম্ভ করেন। মোগল সুবেদার তেলিয়াগুড়িতে আফগানদিগকে আক্রমণ করিলে দায়ুদ রাজমহলে আসিয়া আশ্রয় লইতে বাধ্য হন। এই থানে মোগলদিগের সহিত তাহার শেষ যুদ্ধ হয়। তাহার অশ্বের পদ কদমে প্রোথিত হওয়ায় তিনি বন্দী হইয়া সুবেদারের নিকট প্রেরিত হন। ১৮৩ হিজরী বা ১৫৭৫ খৃঃ অব্দে + খাজাহানের আদেশে তাহার শোচনীয় হত্যা সম্পাদিত হয়। তাহার ছিন্নমুণ্ড বাদসাহের নিকট প্রেরিত হইয়াছিল । দাযুদের মৃত্যুর পর বিক্রমাদিত্য ও বসন্তরায় কিছুদিন ছদ্মবেশে ভ্রমণ করিয়াছিলেন। পরে রাজা তোড়লমল্ল তাহাদিগকে অভয় দিলে, তাহার রাজার সহিত আসিয়া সাক্ষাৎ করেন ও সুবার সমস্ত কাগজপত্র বুঝাইয় দেন। রাজা তাহদিগকে সরকারী কর্যে নিযুক্ত থাকিবার জন্ত অনুরোধ করিয়াছিলেন। কিন্তু দায়ুদের মৃত্যুতে র্তাহারা অত্যন্ত ছ:পিত হওয়ায় কাৰ্য্য করিতে অসম্মত হন। তাহদের অনুরোধক্রমে শিবানন্দ কেবল বদলাহের কাৰ্য্যে নিযুক্ত ছিলেন। তাহদের নিকট হইতে স্ববার সমস্ত কাগজ পত্র প্রাপ্ত হওয়ায়, রাজা তোড়লমল্ল তাহাদিগকে পুরস্কৃত করিতে ইচ্ছুক হন । বিক্রমাদিত্য ও বসন্তরায় তাহার নিকট যশোর রাজ্যের ভৌমিকত্ব প্রার্থনা করিলে, রাজা তোড়লমল্ল তাহদের প্রার্থন পূর্ণ করিয়া বাদসাহের আদেশে তাহাদিগকে যশোরের ভূইয়া নিযুক্ত করিয়া & * “When Khan Jahan went to Bengal, Todar Mall was ordered to accompany him.” (Blochmann's Ain-i-Akbari, P. 351. ) f Stewart, ১৭৭৬ খৃঃ অব্দ বলেন। { ২২ টিপ্পনী দেখ।