পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ * তাহার পরেও বিক্রমাদিত্য বা বসন্তরায় শিবানন্দকে যশোরে আনয়ন করিতে চেষ্টা করেন নাই। শিবানন্দ ভ্রাতুপুত্রদ্বয়ের এরূপ অকৃতজ্ঞতা দেখিয়া অত্যন্ত ক্ষুব্ধ হন, এবং যশোর হইতে স্বীয় স্ত্রী এবং হরিদাস, গোপালদাস ও বিষ্ণুদাস নামক অপ্রাপ্তবয়স্ক পুত্রত্ৰয়কে আনাইয়া গৌড় হইতে পূৰ্ব্ববঙ্গাভিমুখে যাত্র করেন। পরে চাদপ্রতাপ পরগণার অস্তগত রোয়াইল গ্রামে বৈষ্ণবদাস নিয়োগী মহাশয়ের আশ্রয়ে বাস করেন। শিবাননের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র হরিদাসের সহিত বৈষ্ণবদাসের কন্ত গঙ্গার বিবাহ হয়। তাহার পর তাহারা পূৰ্ব্ববঙ্গে বাস করেন। কনিষ্ঠ বিষ্ণুদাস পুনৰ্ব্বায় যশোরে গমন করিয়াছিলেন । * যশোর রাজ্য স্থাপন ও যশোর সমাজের প্রতিষ্ঠা করিয়া বিক্রমাদিত্য ও বসন্ত রায় বাঙ্গলার চতুর্দিকে আপনাদের গৌরব বিস্তার করিতে আরম্ভ করেন। র্তাহারা আপনাদিগের স্থাপিত রাজ্য ও সমাজের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রতাপাদিত্যকে তৎসমুদায় রক্ষার জন্ত উপযুক্ত করিবার ইচ্ছায় তাহাকে রীতিমত শিক্ষা প্রদান করিতে আরম্ভ করেন। গৌড়ে অবস্থান কালে প্রতাপ আরবী ফারসী ভাষা প্রভৃতি শিক্ষা করিয়াছিলেন। যশোরে আসিয়াও তিনি রীতিমত শিক্ষাবিষয়ে মনোযোগ প্রদান করিয়াছিলেন। রাজভাষী ব্যতীত তিনি দেবভাষা সংস্কৃতেও অল্পবিস্তর জ্ঞান লাভ করিয়াছিলেন । য়ামরাম বসু মহাশয় তাহার শিক্ষার বিষয় বিশদভাবে বর্ণনা করিয়াছেন । এই সমস্ত ভাষা শিক্ষা ব্যতীত প্রতাপ বাল্যকাল হইতে আর এক বিদ্য শিক্ষা করিয়াছিলেন। কেবল শিক্ষা বলিয়া নহে, তাহাতে তিনি রীতিমত পারদশীও হইয়াছিলেন। যুদ্ধবিদ্যায় প্রতাপ বাঙ্গালী নামের কলঙ্ক মোচন প্রতাপের শিক্ষা।

  • চঞ্জকন্তু গুহ মৌলিকম্পাদিত ৰায়স্থ বংশাবলী । ৬৫-৬৬ পৃষ্ঠ দেখ।