পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ জন্ত অত্যন্ত শঙ্কিত হইয় পড়েন। । তিনি পুত্রের এইরূপ নিষ্ঠ রতা, অসমসাহসিকতা ও শারীর বল বুদ্ধি ভবিষ্যতের পক্ষে কল্যাণজনক বলিয়া মনে করেন নাই, তজ্জন্ত পুত্রকে কিছুদিন স্থানান্তরিত করিয়া তাহীর উদাম প্রকৃতি শাস্ত করিবার ইচ্ছা করেন, এবং তজ্জন্ত তাহাকে রাজধানী আগরাতে পাঠাইতে কৃতসঙ্কল্প হন । তথায় বিরাট ঐশ্বৰ্য্য ও বীৰ্য্যের মধ্যে অবস্থিতি করিলে প্রতাপ আপনার শক্তির লঘুতা অনুভব করিতে ও সামাজিক হইতে পরিবেন বলিয়া বিক্রমাদিত্য মনে করিয়া ছিলেন। এইরূপ মনে করিয়া বিক্রমাদিত্য বসন্তরায়ের সহিত পরামর্শে প্রবৃত্ত হন । বসন্তরায় প্রতাপকে অত্যন্ত স্নেহ করিতেন বলিয়া জ্যেষ্ঠের প্রস্তাবে প্রতলের আগয় সম্মতি দান করিতে একটু ইতস্ততঃ করিয়াছিলেন । গমন । যাহা হউক, উভয়ের পরামর্শে শেষে প্রতাপের আগরাগমনই স্থির হয়। এই আগরাগমন ইইতেই প্রতাপ ও বসন্তরায়ের মধ্যে বিদ্বেষের স্বচনা হয়, সেই বিদ্বেষ কালে গরলোদগারিণী হিংসায় পরিণত হইয়া বসন্তরায়কে ইহ জগৎ হইতে অপসারিত করিয়া দেয়, এবং প্রতাপচরিত্রে ঘোরতর কলঙ্ক আনয়ন করে। আমরা পরে সে বিষয়ের উল্লেখ করিব । বিদ্বেষের কারণ এই ষে, প্রতাপ বুঝিয়াছিলেন যে বসন্তরায় কৌশলক্রমে তাহাকে যশোর হইতে দূরে পাঠাইয়া আপনি যশোর রাজ্যের একাধিপত্য করিবার ইচ্ছা করিয়াছিলেন। র্তাহার পিতা সেই

  • রামরাম বসু মহাশয বলেন যে, প্রতাপাদিত্যের কোষ্ঠীতে পিতৃদ্রোহ যোগ ছিল। ধিক্রমাদিত্য তাহ জানিতেন, বসন্ত রায় তাহা বিশ্বাস করিতেন না। উদ্ভট্টীয়মান চিল পক্ষী বাণবিদ্ধ করায় বিক্রমাদিতা প্রতাপের পিতৃদ্রোহাশঙ্কায় ভীত হইয় তাহাকে আগর। পঠাইয় দেন। বস্ব মহাশয় আরও বলেন যে, বিক্রমাদিত্য প্রতাপাদিত্যকে হনন করিবার ইচ্ছা করিয়াছিলেন, কিন্তু বসন্ত রায় তাহীতে বাধা দেন। তাহার বিশ্বাস ছিল বসন্তরায় প্রতাপ কর্তৃক নিহত হইবেন । ( মূল ২১-২৩ পৃঃ দেখ)