পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক పెd দোর দিয়ে, ভাইকে আমাদের ঠেকিয়ে দিলেন। আমাদের হঙ্কের টাকা ডোব্বার নয়, কারুর তো জুরি করে নিহ নি। ব্যাপারীজয়ের প্রস্থান যোগেশ। এই অপৃষ্ট্রে ছিল । রাস্তায় গালাগালগুলো দিয়ে গেল ! ওদেরই বা দোষ কি ? জুরি করেছি ; দূর হক, আর মুখ দেখাবে না, চলে স্বাই । একজন ইতর স্ত্রীলোকের প্রবেশ গীত মা, তোমার এ কোন দেশী বিচার । আমি কেঁদে বেড়াই পথে পথে, দেখ দাও না একটী বার ॥ মদ খেয়ে বেড়াস্ ধেয়ে, কে জানে কেমন মেয়ে, কোলের ছেলে দেখ লিনি চেয়ে, আমিও মাতবে মদে মা ব'লে ভাবে ন জার। স্ত্রী । কি ইয়ার, আড় নয়নে চাচ্ছ যে ? এক গ্লাস মদ খাওয়াবে ? যোগেশ । যা যা, সরে যা, দেক করিস নি । স্ত্রী। সরে যাব ? কেন বল দেখি ? জোর । জোর না কি ? বটে, ঢের দেখেছি—জুরির আর জায়গা পাও নি ? থাক, আমি চরম। স্ত্রীলোকের প্রস্থান যোগেশ। ধিক্ আমায় ! এ ছোটলোক মাগীও জেনেছে, এও আমার জোচ্চোর ব’লে গেল! আর কারুর মুখ চাবন, যার যা অদৃষ্টে আছে, হবে। সুরেশ জেলে গেল কেন—অামি কি ক’বো ? আমি যে মদ খাই, সে কি তার দোষ ? না সে জেলে গিয়েছে, আমার GBB D DDS DDD DT DBS BB BB BBB BBS B BB মরুকু, আমার আর পেছু ফেক্বার দরকার নাই। যে পথে চলেছি, Yসই পথেই যাব। এই যে কাছেই শুড়ীর দোকান। কিসের লজ্জা -