পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক ఫి গীত চুচ্চ রে হয়ে মদে, ' এলোচুলে কোমর বেঁধে, হর ঘড়ী তামাক দেয় সেধে — ( যোগেশের প্রবেশ ও মাতালগণের সহিত মৃত্যু ) বাপের বেটা মুনীর মেয়ে ঘুঙুর বেঁধে দেয় সে পায়ে, নাচ গাও যত পার তার কি ঠিকানা । মুদিনীর এমনি কেভl. পড়ে থাক যেখ। সেখা, জমাদার পাহারা’লার নাইক’ নিশান । পীতাম্বরের পুনঃ প্রবেশ পীতা । কি সৰ্ব্বনাশ ! এও দেখতে হ’ল ! হাড়ী বাগীদের সঙ্গে বাবু নাচ্চেন। বাবু, বাবু, কি ক’চ্ছেন ? আসুন। যোগেশ। পীতাম্বর, পীতাম্বর, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমোদ হবে না, আমোদ হবে না— পীতা । ওরে মুটে, তোদের আট আট আন পয়সা দেব, ধ’রে নিয়ে আসতে পারিস ? মুটে । নেই বাবু, হামি লোক পারবে না, মাতোয়াল হয় । পীত । ওছে, তোমরা দু’জন লোক দাও ভাই, বড়মানুষ লোকটা বে-ইজ্জত হয়, আমি তোমাদের পাচ টাকা দেব। গুড়ি। ও সেধে, যা তো, তোতে আর গঙ্গাতে নিরে যা। যোগেশ । নাচ, নাচ, নাচ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমোদ হবে না । ১ম লোক। চলুন বাবু চলুন, খুব আমোদ হবে এখন । যোগেশ। আয় আয়, তোরা জায়, খুব মদ খাব এখন । মাতালগণ। . আয় আয়, বাবু ডাকৃচে আর, খুব মদ খাওয়া যাবে। যোগেশ পীতাম্বর ও মাতালগণের প্রস্থান দোকানের মধ্যে জনৈক মাতাল । ওহে, আর একটা ব্ৰাওঁ নিয়ে এল। গুড়ি। যাচ্ছি বাবু। - শ্লেস্থান