পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম গৰ্ভগঙ্ক জ্ঞানদার বাড়ীর উঠান জ্ঞানদা ও প্রফুল্প জ্ঞানদা। মধুসূদনের ইচ্ছেয় আজ সকালটা মাহুষের মতন আছেন, পীতাম্বরের সঙ্গে বেরুলেন, আবার কাজ-কৰ্ম্ম দেখবেন বলছেন। যদি এই ছাই না খান, তা হ’লে কি ওঁর তুল্য মানুষ আছে। প্রফুল্ল। দিদি, তুমি খেতে দাও কেন দিদি ? জ্ঞানদা। আমি কি ক’বে বোন, সহরে অলিতে গলিতে গুড়ির দোকান, কিনে খেলেই হ’ল । আহা ! কোম্পানীর রাজ্যে এত হচ্ছে, যদি মদের দোকানগুলো তুলে দেয়, তা হ’লে ঘরে ঘরে আশীৰ্ব্বাদ করে আর লোকে ভাতার-পুত নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর করে। প্রফুল্ল। ছা দিদি, কোম্পানী কেন দিক না। জ্ঞানদা। ও বোন, তোমার আমার কথায় কি তুলে দেবে ? শুনেছি গুড়ি পোড়ারমুখোরা কঁাড়ি কঁাড়ি টাকা দেয়, অত টাকা কি ছাড়বে বোন ? প্রফুল্ল । হ্যা দিদি, আমরা যদি টাকা দিই, তুলে দেয় না ? জ্ঞানদা। পাগল, কত টাকা দেব বোন ? প্রফুল্ল । কেন দিদি, তুমি যলতো গয়না বেচে দিই ; একশো দু’শো টাকায় হবে না ? জগমণির প্রবেশ জগ। কি গো মায়ের, কি হচ্ছে গো ? প্রফুল্ল । তুমি কে গো ?