পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক వివి জগ। আমায় চেন না বাছ ? আমি যে তোমাদের খুড়ী হই। আল্প বাছাদের মুখ শুকিয়ে গিয়েছে । প্রফুল্ল । ও দিদি, কে এসেছে দেখ গো, ও দিদি-কে গো ! জ্ঞানদা। কেগা তুমি ? তোমার কেমন আক্কেল গা, পুরুষমানুষ মেয়ে সেজে রাড়ীর ভেতর এসেছ ? ভাল চাও তো স’রে যাও । জগ। সে কি বাছ, আমি যে তোমাদের খুড়ী হই । জ্ঞানদা। হ্যা গা বাছ, তুমি কে গা ? জগ । আমার বাছা বাড়ী এইখানে । আহা, তোমাদেব সোণার ংসার ছারখার গেল, তাই দেখতে এলুম। বলি, মা’র কেমৰ আছেন, বাবা কেমন আছেন ? প্রফুল্প। ও দিদি, এ ডান! তুমি সরে এস। জ্ঞান। না বাছ, আর এক সময় এস, এখন আমরা বড় ব্যস্ত আছি। জগ । মা, বাড়ী এসেছি, আমন ক’রে বিদেয় ক’ত্তে আছে কি ? আহা, সুরেশ আমায় জানতো, আমার বাড়ীতে যেতো, কত আবদার ক’স্কৃত । আহা, বাছা আমার কোথায় রইলো ! জ্ঞানদা। ও বাছ, চুপ কর, চুপ কর, ঠাকুরুণ শুনবে। জগ। চুপ করবো কি, আমার বুক ফেটে যাচ্ছে । অমন ডবকা ছেলে, তা’র কপালে এই হ’ল ! জ্ঞানদ । ও বাছা, ক্ষমা দাও । প্রফুল্ল । ও দিদি-ও দিদি, ওকে তাড়িয়ে দাও । জগ। ই বাছ, সুরেশের কি ক’লে ? বাছাকে আনতে পাঠালে না ? তোমরা পেটে অন্ন দিচ্ছ কেমন ক’রে r বাছ জেলে রয়েছে, আর তোমরা নিশ্চিন্ত রয়েছ ? জ্ঞানদা। ব্ল’য়েছি, রয়েছি—বাছা তুমি বেরোও, দাড়িয়ে রইলে যে, তুমি কেমন মানুষ ।