পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о প্রফুল্ল জগ। আহা, সুরেশ £, l জ্ঞানদা। বেরুবে তো বেরোও, নইলে অপমান হবে, ঝি—ঝি, মাগীকে তাড়িয়ে দে ত । উমাসুন্দরীর প্রবেশ উমা । কি বড়বেীমা, কি বড়বেীমা ? জগ। কে, দিদি ? আমার চিনতে পারবে না, স্বরেশ আমায় খুড়ী খুড়ী ব’ল্তো । জ্ঞানদা। তা বলতে বলতে, দূর হবি ত হ’; ঝি মাগী কোথায় গেল, দূর করে দিক না গা । উমা । ছি মা ছি, দুৰ্ব্বাক্য কারুকে ব’ল্তে নাই, মানুষ বাড়ীতে এসেছে । এস দিদি এস, মেজবেীমা, একথান পিড়ে এনে দাও । প্রফুল্ল । ও মা, ও ডান ! ওকে তাড়িয়ে দাও মা । উমা। চুপ কয় আবাগী, পিড়ে নিয়ে আয়। এস দিদি, এস। জগ। আহা দিদি, আমার বুক ফেটে যাচ্ছে ; তোমাদের সোণার সংসার কি হয়ে গেল ! উম। আর দিদি, সব গোবিনজীর ইচ্ছা ! আমার তো হাত নেই। জগ। দিদি, তোমায় একটা কথা বলতে এসেছিলুম, নিরিবিলি বলভূম । জ্ঞানদা । ( জনাস্তিকে) ওগো বাছা, তোমায় আমি পাঁচ টাকা দেব, তুমি কোন কথা বলে না। জগ। না, আমি কি সুরেশের কথা বলি ! আমি আর একটা কথা বলতে এসেছিলুম। গিল্পীর সঙ্গে দেন পাওন আছে, তাই বলতে এসেছিলুম। দিদি, গুনছে—একটা কথা বলতে এসেছিলুম। উমা । তা বল না । জগ । তুমি জন্তমনস্ক হচ্ছে ।