পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক So S উমা । আর বোন, আমাতে কি আমি আছি ; স্বরেশকে না দেখে আমি দানে পেয়ে রয়েছি। জগ । আহ, তা বটেই তো, কোলের ছেলে । জ্ঞানদা। তুমি কি কর ? জগ। ভয় নেই মা ভয় নেই। দিদি, নিরিবিলি বলবো, বৌমাদের যেতে বল । জ্ঞানদা। কেন গী, আমরা রইলেমই বা । জগ । না বাছ, সে একটা গোপন কথা । উমা । বেীমা এসতে গা, কি ব’লছে শুনি ! প্রফুল্ল । ও দিদি, তুমি যেয়ে না, এ মাগী ডান, মাকে থাবে । উমা । দাড়িয়ে রৈলে কেন গা ? তোমরা এস, একটা কি বলছে মানুষ, শুনে যাই । & জ্ঞানদা। আয় মেজবে মধুসূদনের মনে যা আছে হবে। প্রফুল্ল । ও দিদি, লুকিয়ে থাকি এস, মাগী মাকে ধ’রে নিয়ে যাবে। জ্ঞানদা। ব’লছে কিছু মিছে না, মাগী যেন রাক্ষসী । প্রফুল্ল ও জ্ঞানদার অন্তরালে অবস্থান জগ। আমি তো দিদি বড় মুস্কিলে পড়েছি। সুরেশ মাঝে মাঝে এর চুরি করত, ওর চুরি ক’ত্বত ; আমি কি ক’রবো, চৌকিদারকে ঘুষ দিয়ে, জমাদারকে ঘুষ দিয়ে, কত রকম ক'রে বাচিয়ে বেড়াতেম; এই ক’রে প্রায় শ-পাচেক টাকা খরচ ক’রে ফেলেছি। উমা। বল কি গো, বল কি ! স্বরেশ চুরি করে বেড়াতো ? বাবা তো আমার তেমন নয়। জগ। ও দিদি, সঙ্গগুণে হর ; ঐ যে শিবে ব’লে একটা ছোড়া, সেই সব শিখিয়েছে । উমা । তার পর, তার পর ?