পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক SeU উমা। দশ দিন নয় বোন, চিঠি লিখেছ, পরশু দিন আসবে। জগ। কে চিঠি লিখেছে গো ? উম। পীতাম্বরের ভাই নবদ্বীপ থেকে তাঁকে আনতে গিয়েছে। জগ। নবদ্বীপ কি গো ? উমা । তবে কোথা গিয়েছে ? জগ । ও মা, তুমি কিছু শোন নি ? না বোন, ব’লবে না, আমায় বেীমায়ের বারণ করেছে। উমা। তুমি বল, শীগগির বল, আমার প্রাণ স্থাপিয়ে উঠছে! সে কি নেই ? স্বরেশ কি আমার নেই ? জগ । নেই কেন, বালাই –কর্তা তো ঠিক বলেছে, আহ, মাগী জানে না, সেকেলে মাহুষ, তুলিয়ে রেখেছে। উম। কি, কি, আমায় বল—আমায় শীগগির বল ? জগ। ও বোন, তুমি কারুর কথা শুনো না, তুমি তোমার মেজবেটার সঙ্গে চল । সুরেশকে বুঝিয়ে স্থঝিয়ে সই ক’ত্তে ব’ল্বে চল । যা হবার হবে, কারুর কথা শুন না, ছেলে যদি বঁাচে, স্য পাবে। উমা। শীগগির বল, শীগগির বল, আমার সুরেশ কোথায়, শীগগির বল ? আমার প্রাণ থাকৃতে থাকৃতে বল ; বল, বল,—তোমার পায়ে পড়ি বল ? দেখছে। কি, আমার প্রাণ যায়,—বল, বল ? অন্তরালে প্রফুল্ল। ও দিদি, মা কেমন ক’চ্ছে ! অন্তরালে জ্ঞানদা। ওরে তাই তো ! জ্ঞানদী ও প্রফুল্লর অন্তরাল হইতে প্রবেশ জ্ঞানদা। মা, মা, অমন ক’চ্ছে কেন মা ? তুমি চ’লে এস, দূর হ মাগী, ङ्गि श्উমা। বল—বল, শীগগির বল, কেন স্ত্রীহত্যা দেখছো ; তুমি সেকেলে