পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sళి 8 প্রফুল্ল মানুষ, স্ত্রীহত্যা ক’র না। বল দিদি বল, আমার প্রাণ রাখ, সুরেশের কি হ’য়েছে বল ? আমার সুরেশকে পাব তো ? জগ। দিদি, কি ব’লবো বল, তার যে জেল হয়েছে ; সে পাথর ভাঙ্গছে। উম। র্য্য ! জেল হয়েছে ? জ্ঞানদা। নাম না, মিছে কথা, ও মাগী রাক্ষসী ; দূর ছ। উমা। জ্যা । জেল হয়েছে ? পাথর ভাঙ্গছে ? মধুসূদন ! (মূৰ্ছা ) জ্ঞানদা। ও মা ! কি হ’ল গো ! কি সৰ্ব্বনাশ হ’ল ! মা, মা, মিছে কথা, মা শোন মা,—দূর হ মাগী ! জগ। (স্বগত) না, কিছু হ’ল না, আমার কাজ হ’ল না, মাগী মুচ্ছে গেল,—কাল আবার আসবো । মাগী যেন স্তাক, মুচ্ছে যাবার আর সময় পেলেন না। কাজের কথা শোন, তবে তো মুচ্ছে যাবি। জ্ঞানদা। বেয়ারা, বেয়ারা, মাগীকে গর্দান দে তাড়িয়ে দে তো । জগ। দূর হোকৃগে ছাই, মাগী গঙ্গা নাইতে যায় না? সেইখানে গিয়ে ধরবো । জগমণির প্রস্থান «¥å I w xi, StÄ n!, stál 1 উমা । আ মা ! ঘুমুচ্ছি, ঘুম ভাঙ্গাচ্ছিস কেন ? গোল ক’চ্ছিল কেন ? আমি উঠবে না। - প্রফুল্ল । ও দিদি, মা কি বলে গো ! জ্ঞানদা। মা, মা, কি ব’লছো ? মা, ওঠে মা ! উমা । যা পোড়ারমুখী, আমি এখন খাব না । জ্ঞানদা। ও মা, কি বলছে মা, ওঠে। মা ! উমা। আমর! ঘুমুতে দেবে না, বাবাকে গিয়ে ব’ল্বে, এমন ঝিও সঙ্গে দিলে, আমায় ত্যক্ত ক’রে মায়ূলে। জ্ঞানদা। হায়, হায় । মেজবে রে, সৰ্ব্বনাশ হ’ল ! মা বুঝি ক্ষেপ লো!