পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক 6 উমা । কৈ রে, সুরেশ আমার কৈ ? সুরেশ রে—বাপ রে, তোকে কি আমি পাথর ভাঙ্গতে পেটে স্থান দিয়েছিলেম । বাবা রে, তুই কি আর ফিয়ুবি । আর কি মা ব’ল্বি । তুই যে আমার হারানিধি ! আমি বুক চিরে মা কালীকে রক্ত দিয়ে তোকে পেয়েছি। আমার সেই মুরেশ, সুরেশ পাথর ভাঙ্গছে ! ও মা বুক যায়, বুক যায়, বুক যায়! (মূৰ্ছ' ) জ্ঞানদা। কি সৰ্ব্বনাশ! কি হবে! মেজবে, বিকে শীগগির পাঠিয়ে দে, ডাক্তারকে ডেকে আমুক । প্রফুল্পর প্রস্থান ও মা, ওঠে মা, অমন ক’চ্ছে কেন ? মা, ওঠে। মা, ঠাকুরপো আবার ফিরে আসবে, তাকে পাথর ভাঙ্গতে হবে না ; আমি টাকা দিয়ে পাঠিয়েছি, তাকে পাথর ভাঙ্গ তে হবে না ; মা,মা, শুনছে মা ? মা,মা ! উমা। হ্যা মা,তোমার পায়ে পড়ি মা, আমি শ্বশুরবাড়ী যাব না মা,আমায় শ্বশুরবাড়ী পাঠিয়ে দিও না মা, আমি বাবা এলে যাব, আমি বাবাকে cनं चेद । - জ্ঞানদা। ও মা, কাকে কি বলছে ? আমি যে তোমার বড়বে। উম । ওহো-হো-হে ! কি হ’ল, কি হ’ল ! বাপ রে, সুরেশ রে । ও বাবা, তোমায় ধ’রে রেখেছে বাবা ? বাবা, তাই আসতে পার্ছ না বাবা ? তুমি যে মা নইলে থাকৃতে পার না । আহা হা! হা! কি হ’ল, কি হ’ল বুক যায়, বুক যায়, বুক যায়! (মূৰ্ছা ) নেপথ্যে যোগেশ। পীতাম্বর, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমোদ হবে না, আমোদ হবে না, ( মুরে )—“রাণী মুদিনীর গলি”— যোগেশ ও পীতাম্বরের প্রবেশ ছেড়ে দে শালা, আমি নাচ বো! এই যে বড়বে, ও পড়ে কে, মা ? তুলছে কেন, তুলছে কেন ? ঘুমুক ; হয় মদ খাও, নয়