পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভগঙ্ক কাঙ্গালীর কম্পাউণ্ডিং রুম রমেশ, কাঙ্গালী ও জগমণি কাঙ্গালী। এখন নিশ্চিন্ত, রামরাজ্য ভোগ করুন। কেমন বাৰু, বলেছিলেম, ও অকালকুষ্মাণ্ড পীতাম্বর, ও ঘোর আহাম্মক, ওকে আপনি টাকা দিতে গিয়েছিলেন ; পাচ হাজার টাকাও লাগলো না, দু'হাজার টাকাতেই ফৌজদারীতে গ্রেপ্তার করে দিলেম। এখন যাক, তারপর মকৰ্দমা যা ছয় হবে । ওর জাস্তুতে ভাইটে বড় ভদ্রলোক, ওটার মতন নয়। যখন টেনে নিয়ে যায়, সে যে তামাসা ! আমি হাস্তে হাস্তে বাচি নি। রমেশ । কি রকম, কি রকম ? কাঙ্গালী। সেই তো আপনার দাদা মেরেছিল ; বেট এম্‌নি পাজী, বিছানায় পড়ে,জর,—তবু মুরেশের থালাসের দিন গাড়ী করে চ'ল্প। রমেশ । তা তো শুনেছি, তার পর ? কাঙ্গালী। স্বরেশও মুন্দোর, ও-ও মুন্দোর, কে কাকে দেখে ; ও বেটা তো গাড়ীর ভেতর ভিরমি গেল সুরেশও ভিরমি যায় যায়— রমেশ। সেই দিনেই ল্যাঠা মিট্রতো, চৌরঙ্গীর মাঠ না পেরুতে পেরুতে মারা যেতো, কোথেকে শিবে বেট জুটলো। কাঙ্গালী ৷ ই্য, ঐ এক বেট চামার ! বেটা দু’জনকে মুখে জল দিয়ে বাতাস করে, বাড়ী নিয়ে গেল । জগ। ই হ,আমি তো বলেছিলেম—যে, শিবেকে চটাস নি,হাতে রাধু, তা হলে তো এ কাজ হয় না। সুরেশটা হাসপাতালে পাচতো ; সকলকে হাতে রাখা ভাল, সকলের সঙ্গে মিষ্টি কথা ভাল ! ঐ যে তুই মদনকে পাগল বলে অগ্রাহ করেছিলি, কত বড় কাজট