পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক > > ○ জগ। তা নইলে বাড়ী হাজার টাকায় বাগাতে পাতেন না; পাগলাকে দিয়ে তো দলিল আনিয়েছি, আরও কি কাজ করি দেখ। বড়বে মনে করেছে, চোরে চুরি করেছে, পাগলার পেটে পেটে এত, তা ধ’ত্তে পারে নি। এখনও আন্দাজ হয়, মাগীর হাতে ছতিনশো টাকা আছে, আর মদে খরচ ক’রে না, মদ বন্ধ করে দাও, ঘরের টাকায় টান । পভুক । ব্যাঙ্কের টাকা তো আটক হয়েছে ? রমেশ । সে আমি এডমিনিষ্ট্রেটার জেনারেলের (Administrator General ) হাতে দিয়েছি, ব্যাপারীর টাকা পেমেন্ট করে বাকী টাকা হাতে নিরেছে, সে এখন বিশ বাও জলে! পীতাম্বর যখন ধরা পড়েছে, আমি আর কিছু ভাবি নি। --ళా জগ झाछा, ও সাহেবটাকে হাত ক’লে কি ক’রে ? রমেশ । ওরা তো তাই চায়, আসতে কাটে, যেতে কাটে। দরখাস্ত ক’লেম, আমাদের যৌথ টাকা, একজন মদ থেয়ে উড়িয়ে দিচ্ছে, পীতাম্বরে আপত্তি করেছিল । কাঙ্গালী- আর ধরাই পড়ে গেল, কে বা আপত্তি করে, “চাচা আপন বঁাচা ; তবে ও টাকার বড় কিছু পাওয়া যাবে না, একবার এডমিনিষ্ট্রেটারের ( Administrator) গর্ভে গেলে আর কিছু বা’র হয় না। রমেশ । তা কি ক’ত্ববো, সব দিক সাম্লান ভার। ও টাকায় আর তেমন লোভ করলুম না, শেষ বা হয়, দেখা যাবে; এখন নগদটাকা হাতে পড়লে মকৰ্দমা চলতো, শুধু আমার ভয় পীতাম্বর বেটাকে। কাঙ্গালী। সে ভয় ক’বেন না, সে ভয় করবেন মা ! বেটাকে যখন ফৌজদারীতে ধ’লে, তখন বেট। মরণাপন্ন । ঐ শিবে বেটা ডাক্তার এনে আপত্তি ক’লে যে, পথে মারা যাবে। ওর জাস্তুতো ভাই, দেখলেম ভারি ভদ্রলোক, হেড কন্‌ষ্টেবলকে টাকা গুজে ব’ল্পে যে, মারা যায়, আমার দায়, তুমি নিয়ে চল। চার্জটি তো যে সে দেয়নি!