পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8 প্রফুল্প জগ। কি মকৰ্দমাটা, আমায় তো একদিনও বল্পিনি, এর ভাল মন্দ বুঝবো কি ক’রে । মনে করিস আমি মেয়েমানুষ, তোরা পুরুষ, ভারি বুদ্ধি তোদের এই মাই দুটাে কাটাতে পারভূম তো বুঝ তুম, কোথায় প্লেক্ষ, কার কত ছাতি। পোড়া ভগবান যে মেরেছে, কি কয়ুবো । কেী রূপসি, ভূমি সব পার। জুগ। কি কেশট ( case) করেছিল শুনি ? "গঙ্গালী। ঐ যে ছোট একখান তালুক করেছিল না । কিছু টাকা দিয়ে এক বেট ডোমকে আধমার ক’রে ওর জাস্তুতে ভাই ফৌজদারি বাধিয়েছে, যে, উনি নায়েবকে হুকুম দিয়ে মেরেছেন । জগ। এই তো কাচিয়েছিল, যাকে মেরেছে, সেই ওর হয়ে সাক্ষী দূেৰে ; ওর জাসতুতো ভাই প্যাচে পড়বে। কাঙ্গালী। আরে, সে টাকার লোভে ইচ্ছে ক’রে মায়ু থেয়েছে, ঠিকৃঠাক সাক্ষী দেবে। আর যে অবস্থায় তাকে ঝোলাতে ঝোলাতে দিয়ে গেল, হয় তো পথেই মারা যাবে। জগ । বটে, বটে, মফঃস্বলের লোক এমন ! আহা-হা-হা ! তারাই সুখী, তারাই সুখী ! আমিও এ বুদ্ধি করেছিলুম ; কেমন বল পোড়ারমুখে, বলিনি যে, শিবেকে জবা ক’ত্তে চাস, মাথায় লাঠি মেরে পুলিসে গে দাড়া, আপনি না পারিস, আমি মাছি, তা তুই রাজি হলি কৈ ? রমেশ স্বরেশের খবর কিছু গুনেছ ? কাঙ্গালী। কিছু বুঝতে পাচ্ছিনি ; যে ডাক্তারটা দেখছিল, তাকে জিজ্ঞাসা করেছিলেম, সে বলে, আজ ভিন দিন ম’রেছে ; কিন্তু জগ৷ বলে, আমার বিশ্বাস হয় না । রমেশ । আমায়ও ডাক্তার বেটা ব'ল্পে, কিছু ভাব বুঝতে পাছি নি। জগ। ও মিছে কথা, আমি ডাক্তার ব্যাটার মুখ দেখেই বুঝেছি। কারুকে বিশ্বাস ক’রে কোন কাজ করবে না । এখন ধর, ও বেঁচেই আছে।