পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক }(t আমার আর একটা বুদ্ধি নাও—আজই হ’ক, কালই হ’ক, আর ছুদিন বাদেই হ’ক, তোমাদের বড়বোঁকে আর যেদোকে এনে বাড়ীতে পোরে। কাঙ্গালী। কেন, তাদের এনে ফল কি ? রমেশ । নান, ঠিক বলছে, এখনও সব দিক্‌ মেটে নি, কেউ যদি বড় বেীকে হাত ক’রে মকৰ্দমা চালায়, সে এক ফ্যাসাদ হবে । জগ। আরও আছে, এই ডাক্তারখানা রয়েছে, এতে কোন ওষুট. নেই? বল, যদি কিছু কাজই হল নাডাক্তারখান রেখে লাভ। রমেশ। ও কি কথা রূপসি ! عسجبعد اسد জগ। ক্রমে বুঝবে, ক্রমে বুঝবে, আগে বাড়ী নিয়ে এস । রমেশ । তারা কোথা আছে ? বাড়ী বেচে রাতারাতি কোথায় উঠে গেল, তা তো সন্ধান ক’ত্তে পারি নি । জগ। সে সন্ধান আমি ক’বো । রমেশ । যাক, পাচ কথায় কেটে গেল, একটা কাজের কথা হ’কৃ— তোমার ভাগনেকে শিখিয়ে রেখো, কা’ল এসাইনমেন্ট রেজেষ্টারি (assignment registry) or, Go, catsiosabi sifa osts, সব খুটিয়ে না জেনে রেজেষ্টারি করে না, ভাল করে শিখিয়ে রেখে। কাঙ্গালী । আপনিই কেন শেখান না, সে এখানে রয়েছে । ওরে ভজা । ভজা ! ম’রেছে, পড়লো কি ঘুমুলো, ঘুমুলো কি ম’লোঁ ! ওরে ভজা ! ভজহরির প্রবেশ ভজ। ময়ূ—যুমুতে দেবে না, একটু যদি চোখ বুজেছি,—ভজা, ভজা, ভজ । ভজা যেন ওর বাপের খানূসামা। জগ । ভজহরি, বাবা । কা’ল তোমায় রেজেষ্টারী আপিসে যেতে হবে। ভজ। কুচ পরোয় নেই, যায়েঙ্গে । রমেশ । যখন রেজেষ্টার জিজ্ঞাসা কবে যে, তুমি কি কাজ কর ? তুমি