পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSళి প্রফুল্ল বলবে, তুমি জমীদার, সপ্তচর পরগণা তোমার জমীদারী । নাম বলবে মুলুকচাদ ধুধুরিরা । ভজ। জমাদার মুল্লুকচা খুখুরিয়া রায় বাছাছুর। রমেশ । না না, রায় বাহাদুর ব’লো না। ভজ। খালি জমীদারী দিয়া ? কুচ পরোয় নেই আজ রাত কা ওয়াস্তে রূপেয়া লেয়াও । কাঙ্গালী। কাল একেবারে টাকা পাবি। ভজ। মামী, আমায় কচি ছেলে পেলে নাকি? রোজ রোজ টাকা চাই, তবে এ কাজ হবে। রমেশ । আচ্ছ, এই দু’টাকা নাও ! ভজ। কেয়া, জমীদারক সাম্নে দো রোপেয়া নজয় লে'আয় ? তা হচ্ছে না, নিদেন ষোলটা টাকা আজ রাত্রে চাই ! এই ধর না, পাট একটা আড়াই টাক, দু টাকার একটা মদ, আট টাকার কম একটা হিন্দুস্থানী মেয়েমানুষ হবে না, এই তো ফুটকড়াই হ’য়ে গেল। ষোলটা টাকা বার কর, আর মামা মামীকে যা দাও, তা আলাদা—তৰে মুল্লুকচাদ খুধুরিয়া ! তা নইলে বাবা যে ভজহরি, সেই ভজহরি! পোষাক, ঘড়ী-ঘড়ীর চেন, দ্বীরের জাংটী তো তোমায় দিতেই হবে, আমি খালি গোফে তা দিয়ে থাকৃবো, বোধ হয়, এ থেকে এক ফোয়া আতর নিতে পারি। রমেশ । আচ্ছে, চারটে টাকা নাও। ভজ। চার টাকার মতনও কাজ আছে ; রামেশ্বর বন্দ্রিনাথ সাজতে বল, ছ’টাকাই বায়না নিচ্ছি। মুল্লকচার ধুরিয়া জমীনার, ষোল রোপেয়া নজর লেঅাও । কাঙ্গালী । আচ্ছ, আটটা টাকা নে । ভজ । বকো মৎ বেকুব, হাম নিদ যায়, জমীদারকা সাখ হড়বড়াতে ছো ?