পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক ՖՖԳ রমেশ । আচ্ছা আমার সঙ্গে এস, আমি ষোল টাকাই দিচ্ছি। ভক্ত। এ তে বায়ন, আসলের বন্দোবস্ত কি বলুন ? আমি বেশী চাইনি, লক্ষেীয়ে পুটিয়া ব’লে আমার একটা মেয়েমানুষ আছে, সে বেটী টাকার জন্তে আমার তাড়িয়েছে, শ-দুই টাকা নইলে ফের ঢুকতে পারবো না, এই দুশো, রেল ভাড়া, আর আমায় কি দেবে ? রমেশ । আচ্ছা, তার জন্য আটক থাবে না । ভজ। জমীদারীর চাল-চুল সব ঠিক পাবেন, মোচ মে তা চড়ায়গা এলাই, পায়ের ফেলেঙ্গ এসাই, বাত করেগা হেঁ হেঁ, যেসাই বেকুবি মাঙ্গো– ওক্তাই বেকুবি হয়। গাদ্ধেক মাফিক কলম পাকুড়েগ ਚੈਖੋ, কাগজ উল্টাবি লেলেগ, জমাদার লোক ঘেসা বেকুব হোতা ওসাই বন যাগ, কুচ পরোয় নেই, রোপেয়া লে'আও। রমেশ । তোমায় যে গোটাকতক কথা শেখাব। (টাকা প্রদান ) ভজ। বাবু, আজ রাত্রে মদটা ভাঙট থাবে, সব কথা কি মনে থাকৃবে, ৯ কাল টাটুকী টাটুকা বলে দেবেন, কাজ ফতে ক’রে দেব,--ব্যস্! स्ठखद्विब्र वहनि রমেশ । এ ছোকৃর চালাক আছে। কাঙ্গালী। তা খুব ! - জগ। বাব,আমাদের বন্দোবস্ত কি ক’ল্পে ? একখানা বাড়ী আর দশ হাজার টাকা লিথে দিতে চেয়েছ, সেটাও অমনি এক সজোসেরে ফেল্পে হয় না ? রমেশ। তার জন্য ভাবনা নেই, ভার জন্য ভাবনা নেই, সে হবে—হবে। রামশের প্রস্থান জগ। পিটকে এত দিন ধরে যে বলছি, বাড়ীখানা লিখে নে, হাতে থাকৃতে থাকতে কাজ গুছিরে নে, কাজ রফা হয়ে গেলে তোমার মুখে ঝাড়ু দিয়ে বিদায় ক’বে।