পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীক্স গর্ভগঙ্ক ভগ্নগৃহ যোগেশ ও জ্ঞানদা যোগেশ। কি বাবা, এখানে পালিয়ে এসেছ ? আমার সঙ্গে লুকোচুরি— কেমন ধরেছি ? ভালমামুষের মতন চাবিটি বা’র করে দাও, আজি দু’দিন আর বেটারা মদ খেতে দেয় না। জ্ঞানদা। তুমি আবায় কি ক’ত্তে এসেছ ? ছেলেট কি ক’রে উপোস ক’রে ম’হছে, তাই দেখতে এসেছ ? যোগেশ। আমি কিছু দেখতে শুনতে আসি নি, মদ ফুরিয়েছে, মদ চাই, টাকা বা’র করে দাও,সুড়সুড় করে চলে যাচ্ছি। কারুর মুখ দেখতে চাই নি, কারুকে মুখ দেখাতে চাই নি, ঢুকু ঢুকু মদ থেতে চাই, ব্যস্! জ্ঞানদা। তোমার একটু লজ্জা হয় না ? মাগছেলে অন্নাভাবে মরে, যার বাড়ী ভাড়া, সে আজ বাদে কাল ভাড়ার জন্তে তাড়িয়ে দেবে ; বাড়ী বেচ তিনশো টাকা ছিল, তা চুরি করে নিয়ে গিয়েছ, আর কোথায় fক পাব, কি নিতে এসেছ ? ধিকৃ—তোমায় ধিক্‌ ! যোগেশ। ধিক একবার—ধিক লাখবার । আমাকে ধিকৃ,তোমাকে ধিক্‌, মাকে ধিকৃ, যেদোকে ধিকৃ, আর যে যে আছে, সবাইকে ধিক ধিকৃ ব’লে ধিকৃ, ডবল ধিক্ ! কেমন বাবা, ‘ধিকের উপর দিয়েই একটা ছড়া বেঁধে দিলেম । নাও, বাপের সুপুত্ৰ হ’য়ে বাক্সটি থোলো । জ্ঞানদা। ওগো, একটু হ’স কর ; কোথায় দাড়াব, তার স্থল নাই। আগাম বাড়ী ভাড়া দেবার কথা, দিতে পারি নি, কখন তাড়িয়ে দের, ছেলেটা আধ পয়সার মুড়ি খেয়ে আছে, তোমার কি দর-মারা নাই ? পার্থীতেও যে ছেলের আদার ঘোটায় । ঘরে চলে নাই, এথনি যেদে ক্ষিদে পেয়েছে ব’লে আসবে, তুমি টাকা চাইতে এসেছ, তোমার লজ্জা নাই ?