পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ e প্রফুল্ল যোগেশ। বড় লম্বা লম্বা কথা ক’চ্ছে যে ! কিসের লজ্জা ! লজ্জা থাকলে কেউ জুরি করে ? লজ্জা থাকলে কেউ মদ খায় ? লজ্জা থাকলে কেউ ভিক্ষে করে ? আজি তিন দিন ভিক্ষে ক’রে মদ খাচ্ছি, একটা ছোলা দাতে কাটি নি, একট পয়সার জন্যে রাস্তার লোকের কাছে হাত পাতছি, আবার লজ্জ দেখাচ্ছে ? তবে আর কি, কিসের লজ্জা ? নিয়ে এস, টাকা নিয়ে এস ! জ্ঞানদা। বকে, আমি চলুম। যোগেশ। যাবে কোথা ? টাকা বা’র কর ; না বা’র ক’ত্তে পার, চাবি দাও, আমি বা’র ক’রে নিচ্ছি ; ঐ যে বাক্স রয়েচে, আমি ভেঙ্গে নিতে পারবো । জ্ঞানদা। কি কর, কি কর । আজ যে ভাড়া দিতে হবে, নইলে বাড়ী থেকে তাড়িয়ে দেবে । আমি বাসন বাধা দিয়ে তিনটে টাকা এনেছি, জুট ঘর ভাড়া করে আছি, দূর করে তাড়িয়ে দেবে, রাস্তায় দাড়াতে হবে। - যোগেশ। তা আমার কি ? কেউ আমার মুখ চেয়েছিলে ? কেউ আমার মুখ চাচ্ছ ? আমি এই যে রাস্তায় রাস্তায় ভিক্ষে ক’রে বেড়াচ্ছি ; বিষয় চিনেছিলে, বিষয় নিয়ে থাকো । কেমন ঠকিয়ে নিয়েছে । হাহা-হা ! ছেড়ে দাও বলছি— জ্ঞানদা। ওগো, একটু বোঝে, তোমার পায়ে পড়ি, একটু বোঝে। যোগেশ। ছেড়ে দাও বলছি, ভাল চাও তো ছেড়ে দাও,নইলে খুন কল্পবো । জ্ঞানদা। খুন ক’বে কর, আপদ চুকে যাক্ । যোগেশ। বটে রে হারামজাদী ! ( পদাঘাত ) জ্ঞানদা। ও বাবা রে । যোগেশ। এখনও ছাড় লিনি ? ছড়ি, হারামজাদী—ছাড় ।

  • णांषीक[ विग्न। बाङ्ा शङ्खे! ८ष्ानि