পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক ఏR ) বাড়ীওয়াঙ্গীর প্রবেশ বাড়ী- । ওগো বাছা, ভাড়া দাও । ওগো, কথা কচ্ছে না যে বাছা, ভাল চাও তো ভাড়া দাও—নহলে আমি আর বাড়ীতে জায়গা দিতে পারবে না। আমি পতিপুত্রহীন, এই ঘর-ছুটি ভাড়া দিয়ে খাই—ও ম, তুমি কেমন ভালমামুষের মেয়ে গা ? যেন কে কাকে বলছে ; রাজরাণী শুয়ে ঘুমুচ্ছেন ; ও মা ! এ যে সিট্রকে মিট্‌কে রয়েছে, মৃগী রোগ আছে নাকি ? ও মা, এমন লোককে ভাড়া দিয়েছি, খুনের দায়ে প’ড়বে নাকি ! জ্ঞানদী । ও মা ! বাড়ী- । কি গো কি, তোমার কি হয়েছে ? জ্ঞানদা। কিছু হয় নি বাছা । বাড়ী- । না হয়েছে নেই নেই, এক দিনের ভাড়া দিয়ে তুমি উঠে যাও ; কোন দিন দাত ছিরকুটে ম’রে থাকৃবে, আমার ছাতে দড়ি পড়বে। জ্ঞানদা । মী, আমার হাতে কিছুই নেই, আমার ছেলে আসুক, নিয়ে চ’লে যাব । বাড়ী- । হ্যাগ, তুমি কেমন জেচ্চোরণী গা? এই যে থালা ঘট বাধা দিয়ে ধার ক’রে নিয়ে এলে, আমার ভাড়া দাও বাছা, ভাড়া দিয়ে চলে যাও, জুরির আর জায়গা পাওনি ? জ্ঞানদা। ওম, আমি যা এনেছিলুম, চোরে নিয়ে গেছে, ঘটি-বাটী যা আছে, তুমি বেচে নিও, আমি ছেলেটি এলেই চলে যাচ্ছি। বাড়ী- । ওমা, ঘটী বাটী তো ঢের, ভ্যালা জোচ্চোরের পাল্লায় পড়ে ছিলুম ; ভাই চ’লে যেয়ো বাছা, চ’লে যেয়ে । বাড়ীওয়ালীর প্রস্থান علي يـ