পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ প্রফুল্ল প্রফুল্ল। ই্যাগী বাছ,তোমার দয়া নেই ? মানুষ মরে,তুমি তাড়িয়ে দিচ্ছr. বাড়ী- । না বাছ, আমার দয়া-মায়া নেই । ঘরে ম’লে আমার ঘর ভাড়া হবে না, আমি ভাড়া চাই নি বাছ—তোমরা বিদেয় হও । প্রফুল্প। ও বাছা, তুমি যা চাও, তাই দিচ্ছি, ਚਿ8 না বাছা ! আমি তোমায় সব গয়না দিয়ে যাচ্ছি। বাড়ী- । হ্যা হ্যা তোমার গয়না নিয়ে আমি বাধা যাই । প্রফুল্ল। কোথায় নিয়ে যাব, কি সৰ্ব্বনাশ হ’ল ! জ্ঞানদা। মেজবেী, তুই ভাবিস নি, আমি সেরে উঠেছি, আমার গা ঝিম্ ঝিম্ ক’চ্ছিল, সেরে গিয়েছে, তুই বাড়ী যা । প্রফুল্ল। দিদি, কি হবে দিদি । কই দিদি তুমি তো সার নি, তুমি যে এথনে কাপছে । জ্ঞানদা। না বোন তোর ভয় নেই, আমার অমন হয়, ঠাকুরুণ পাগল মাহষ, একলা আছেন, তুই দেখগে যা ; তোর ঠেয়ে যদি টাকা থাকে, আমার দিয়ে যা । প্রফুল্ল । হ্যা দিদি, সেরেছ তো ? আমি তবে যাই, এই নাও, (টাকা দিয়া ) তবে আসি দিদি । আমি পান্ধীর বেহারাদের দিয়ে তোমায় টাকা পাঠিয়ে দেব, সর্দারকে ব’লে দেব, তোমার রোজ খবর নেৰে । জ্ঞানদ । এস বোন, এস । জ্ঞানদাকে প্রণাম করিয়া প্রফুল্লর প্রস্থান বাড়ী-। হ্যাগ, তুমি চোখ, টিপলে যে ? ওকে তো বিদেয় ক’লে, আমি বাছা তোমায় রাখতে পাবে না। জ্ঞানদা। আমি যাচ্চি মা, তোমায় কি তাড়া দিতে হবে ? বাড়ী- । আমি এক পয়ল চাই নি বাছা, তুমি বিদেয় হও । জ্ঞানদা। . এই নাও—একটি টাকা নাও, আমি পাচ দিন এসেছি ; তুমি যাও, আমি বাসন-কোসন নিয়ে বেরুচ্ছি।