পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গভর্ণঙ্কে রমেশের ঘর রমেশ ও জগমণি রমেশ। প্রফুল্ল আনতে পালে না। যুগ। আমার ওকে আর বিশ্বাস হয় না, ও তেমন শাদাটি আর নেই। আমি যোগাড় ক’রে রেখেছি, মদনাকে তার বাড়ীর দোয়-গোড়ার পাহারা রেখেছি, ছেলেটা বেরুবে, আর ভুলিয়ে নিয়ে আসবে। ছেলে হাতে হ’লেই হ’ল, বেকে তো আর দরকার নেই। রমেশ। বেীকে দরকার আছে বৈ কি। পীতাম্বরে বেটা গুন্‌ছি আসছে ; সে বেটা এসেই একটা হাঙ্গাম বাধাবে, তার সন্দেহ নাই। জগ। তা ছেলেকে আনৃতে পালে বেীকে হাত করা শক্ত হবে না ; ছেলেট থেতে পায় না, খাবার দাবার দিয়ে ভুলিয়ে রাখা যাবে, বোঁটাকে ছেলে দেখাবার নাম করে আনা যাবে। একটা ভাবছি, বেটা থাকৃলে ছেলেটাকে মারা মুস্কিল, সে পরের কথা পরে, বাড়ী তো এনে পরো ; আমি চল্লেম, রাত হয়েছে। রমেশ । আমারও বেরুতে হবে । মা রাত্রে যে চেচায়, বাড়ীতে ৰাকৃতে ভয় করে । জগ। তুমি তো বাগানে যাবে? আমায় অমনি নাবিয়ে দিয়ে যেও না। উভয়ের প্রস্থান -------سسسسسسسسسسسسسسسسسسسسه এফুল্লর প্রবেশ প্রফুল্ল। আমি বা ঠাউরেছি, তাই ; ছেলে এনে মেরে ফেলবে! খুনকুঁড়ো খেয়ে বেঁচে থাকুক, আমি তাকে ছধ-ঘি খাওয়াতে চাই নি, প্রাণে বেঁচে থাকুক,—পরমেশ্বর করুন, প্রাণে বেঁচে থাকুক !