পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক ১২৯ স্বরেশের প্রবেশ সুরেশ । মেজ, মা কোথা ? প্রফুল্ল । ঠাকুরপো, তুমি কোথেকে এলে ? স্বরেশ । আমি রাত্রিবেলা যে দিক্ দে বাড়ী সে ধুতেম, সেই দিক দে সেই পাচলৈ টপকে এসেছি। প্রফুল্ল। ঠাকুরপো, তুমি যেদোকে বচাও । 線 সুরেশ। তারা কোথায় ? প্রফুল্ল । আড্ডায় বেয়ারাদের জিজ্ঞাসা কর, আমায় পান্ধী ক’রে সেখানে * নিয়ে গিয়েছিল, তুমি যেদোকে নিয়ে পালিয়ে যাও। স্বরেশ । এত রাত্রে তো বেয়ারাদের দেখা পাব না ? প্রফুল্ল । তবে কা’ল সকালে খবর নিও । সুরেশ। তাই নে’ব ; মা কোথায় ? প্রফুল্ল । শুয়ে আছেন । * স্বরেশ । তুমি এত রাত্রে জেগে বসে আছ যে ? প্রফুল্ল। তিনি ঘুমুতে ঘুমুতে ওঠেন। স্বরেশ । তা তুমি মা’র কাছে না থেকে এখানে রয়েছ যে ? যদি আর এক দিক্ দে চলে যান ? প্রফুল্ল। না, তিনি এই ঘরেই আসবেন, যখন জেগে থাকেন, যেন ছেলেমানুষ হল, যেন নতুন শ্বশুরঘর ক’ত্তে এসেছেন ; আমায় মনে করেন, তার বাপের বাড়ীর ঝি । এই খাওয়ালেম, তখনি ভুলে যান,— বলেন, “ঝি, ঠাকুরুণ কি আজ আমার খেতে দেবেন না " জার ঘুমন্ত যেন সেই গিরী ; কি বলেন, আমি কিছুই বুঝতে পারি নি। ঐ দেখ, আসছেন, চক্ষের পল্লব পড়ছে না। মনে ক’চ্ছ—জেগে আছেন, তা নয়, ঘুমুচ্ছেন। ఇ