পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক 〉"> উমা ও কি, শ্বশুর মিনূসের আক্কেল দেখেছিল, স’রে যেতে বল ; আমি কি সেই ছোট বৌটি আছি, যে কোলে ক’রে নিয়ে বেড়াবে ? প্রফুল্ল। মা, ঠাকুরপোকে চিনতে পাছে না ? চেয়ে দেখ না, ঠাকুরপো ফিরে এসেছে। সুরেশ । ও মা, মা গো । একবার কথা কও, বুক ফেটে যাচ্ছে মা ! উমা । স’রে যেতে বল, সরে যেতে বল, এখন আমি ৰূড়ো মাগী হয়েছি, এখন আমায় আদর করা কি ? বল্লি নি—বল্লি নি ? আমি চল্লিম, আমি চল্লেম ; ওহো হে হে হো । বুক যায়, বুক যায়, বুক যায় । সকলের প্রস্থান