পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক S99 শিবনাথ ও ভজহরির প্রবেশ শিব। স’রে যা, স’রে যা, গায়ের ওপর পড়িস নি। ভজ। ক্যা, তোম হাম্কে পছাস্তা নেই ? হাম মুল্লুকচাদ খুখুরিয়া জমীন্দার। শিব। এ পাগল নাকি ? ভজ। পাগল নয় মশায়, পাগল নয়, সুরেশ বাবু কোন বাড়ীতে থাক্লেন, বলতে পারেন ? সুরেশ ঘোষ, স্বরেশ ঘোষ ; এখানে কোন শিবনাথ বাবুর বাড়ী থাকেন । শিব। স্বরেশ বাবুকে কি দরকার ? ভজ। হাম উস্কা মহাজন হ্যায়, জমীনার ; মোচ, দেথকে সমৃজতা নেই ? মশায়, শিবনাথ বাবুর বাড়ী বলতে পারেন ? শিব। আমার নাম শিবনাথ ; তোমার স্বরেশ বাবুর সঙ্গে কি কাজ ? ভজ। শুহন না, বুঝতেই তো পেরেছেন, আমার কোন পুরুষে জমীদার নয়, স্বরেশ বাবুর ভাই রমেশ বাবু আজ আমায় জমীদার করেছেন। আমি যোগেশ বাবুর বিষয় বাধা রেখেছিলেম, সে বিষয় রমেশ বাবুকে লিখে দিয়ে রেজেষ্টারী করে এলেম ; হাম জমীনায় হায়, সপ্তচর পরগণা হামার হায় । শিব। তুমি জমীদার ? ভক্ত। জমীনদার নেই ? রেজেষ্টার লিখলিয়া জমীনদার। ও মশায়, আপনি বুঝতে পাবেন না-শ্যা লোক, স্বরেশ বাবুর কাছে নিয়ে চলুন ; তিনি না বুঝতে পারেন, একটা উকিল ডাকুন, আমি বুঝিয়ে দিচ্ছি। রমেশ বাবু ফাকি দিয়েছে, বাজার-রাষ্ট্র কথা—এ কথা শোনেন নি ? আমাকে জমীদার সাজিয়েছিল। - শিব। বুঝেছি বুঝেছি, আমার সঙ্গে এস।